Alia Bhatt on Sidharth Malhotra

রাগের মাথায় সিদ্ধার্থের সঙ্গে প্রেম ভাঙেন আলিয়া! ভিতরে ভিতরে এখনও কি আফসোস?

সদ্য বাবা হয়েছেন সিদ্ধার্থ। কিয়ারার সঙ্গে সুখী গৃহকোণ অভিনেতার। কিন্তু সিদ্ধার্থের সঙ্গে প্রেম ভাঙা নিয়ে কি আফসোস রয়ে গিয়েছে আলিয়ার?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৫ ১৯:২৫
Share:

সিদ্ধার্থকে নিয়ে কী বলেছিলেন আলিয়া? ছবি: সংগৃহীত।

২০১২-তে কর্ণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এ ডেবিউ করেছিলেন আলিয়া ভট্ট-সিদ্ধার্থ মলহোত্র। কিন্তু ব্যক্তিগত জীবনে এখন দু’জনের পথ আলাদা। এক সময় তাঁদের সম্পর্কের রসায়ন নিয়ে সরগরম ছিল ইন্ডাস্ট্রি। পরে তাঁদের ব্রেকআপও হয়। আলিয়া প্রিয় পোষ্য এডওয়ার্ড কিন্তু সিদ্ধার্থের দেওয়া। এখনও সে আলিয়ার সঙ্গী। এই মুহূর্তে রণবীর কপূর ও কন্যা রাহাকে নিয়ে সুখে সংসার করছেন আলিয়া। অন্য দিকে, সদ্য বাবা হয়েছেন সিদ্ধার্থ। কিয়ারার সঙ্গে সুখী গৃহকোণ অভিনেতার। কিন্তু সিদ্ধার্থের সঙ্গে প্রেম ভাঙা নিয়ে আফসোস রয়ে গিয়েছে কি আলিয়ার?

Advertisement

‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবি সিদ্ধার্থ ও আলিয়ার সঙ্গে ছিলেন বরুণ ধওয়ান। ‘কপূর এন্ড সন্স’ ছবির পর ভেঙে যায় সিড-আলিয়ার প্রেম। বরুণের সঙ্গে ‘কলঙ্ক’ ছবির প্রচারের সময়কার কথা। আলিয়াকে রসিকতার ছলে প্রশ্ন করেন বরুণ, জানতে চান রাগের মাথায় তাঁর নেওয়া কোনও সিদ্ধান্তের জন্য কারও জীবন নষ্ট করেছেন কিনা! তাতে আচমকাই বরুণ টেনে আনেন আলিয়ার পোষ্য এডওয়ার্ডের প্রসঙ্গ, যা দিয়েছিলেন সিদ্ধার্থ। খানিকক্ষণ চুপ থেকে আলিয়া বলেন, ‘‘ না, আমি রাগের মাথার বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি। যার জন্য পরে আফসোস করেছি। কিন্তু, কারও জীবন নষ্ট হয়নি সেই জন্যে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement