আলিয়ার গেমবাজি

হলিউড সেলেবদের মধ্যে ট্রেন্ডটা বেশ দেখা যায়। কিম কারদাশিয়ান তো বটেই, এমনকী কেটি পেরি, ব্রিটনি স্পিয়ার্স, টেলর সুইফ্‌ট থেকে ডেমি লোভাটো, শাকিরা পর্যন্ত, সকলের অফিশিয়াল মোবাইল গেম পাওয়া যায়।

Advertisement
শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৭ ০০:২৫
Share:

হলিউড সেলেবদের মধ্যে ট্রেন্ডটা বেশ দেখা যায়। কিম কারদাশিয়ান তো বটেই, এমনকী কেটি পেরি, ব্রিটনি স্পিয়ার্স, টেলর সুইফ্‌ট থেকে ডেমি লোভাটো, শাকিরা পর্যন্ত, সকলের অফিশিয়াল মোবাইল গেম পাওয়া যায়। বলিউডে এবার সেই ট্রেন্ড শুরু করলেন আলিয়া ভট্ট। ‘আলিয়া ভট্ট: স্টার লাইফ’ নামে এই মোবাইল গেম পাওয়া যাবে অ্যান্ড্রয়েড আর আইওস প্ল্যাটফর্মে। তা হলে কি কিম কারদাশিয়ানের জুতোয় পা গলালেন তিনি? ‘‘একদমই না। ব্রিটনি স্পিয়ার্স আর ডেমি লোভাটোরও তো আছে। ফ্যানদের কাছাকাছি আসার জন্যই এটা করেছি। কাউকে মোটেও অনুসরণ করছি না,’’ স্পষ্ট জবাব আলিয়ার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement