Alia Bhatt

পরিবারের প্রায় সবাই সিনেমার জগতে, তবু মেয়ে রাহাকে কোন পেশায় দেখতে চান জানালেন আলিয়া

এমনিতেই বলি তারকাদের ছেলেমেয়েরা বাবা-মায়ের পদাঙ্ক অনুসরণ করেন। তবে আলিয়ার ইচ্ছে তাঁর মেয়ে হবেন ব্যতিক্রমী। অভিনেত্রী কি স্বপ্ন দেখেন মেয়ে রাহাকে নিয়ে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ জুলাই ২০২৩ ১৬:১৭
Share:

আলিয়া ভট্ট। ছবি : সংগৃহীত।

মায়ানগরীর কপূর পরিবারে বংশানুক্রমে উত্তরাধিকার হস্তান্তরের চল রয়েছে। এই মুহূর্তে রণবীর কপূর, করিনা কপূর, করিশ্মা কপূরেরা সেই ধারা বহন করছেন। তা সে পেশা হোক কিংবা বিষয়সম্পত্তি।

Advertisement

এমনিতেই বলি তারকাদের ছেলেমেয়েদের বাবা-মায়ের পদাঙ্ক অনুসরণ করতেই দেখা যায়। অভিনেতার ছেলে অভিনেতাই হবেন। কিংবা অভিনেত্রীর মেয়ে মায়ের দেখানো পথে হাঁটবেন— সেটাই চল। যদিও এটা নিয়ে কম বিতর্ক নেই ইন্ডাস্ট্রিতে। গত বছর নভেম্বরে কপূর পরিবারের ‘ছোটি বহু’ আলিয়া ভট্টের কোল আলো করে আসে কন্যাসন্তান। রণবীর-আলিয়া মেয়ের নাম রাখেন রাহা। মায়ের পরিবারের প্রায় সকলেই হয় অভিনেতা, নয় পরিচালক। রাহার বাবার দিকের পরিবার বংশানুক্রমে অভিনয়কে পেশা করেছে। এ বার সেই ধারা ভাঙতে চান আলিয়া।

এমনিতেই সন্তানকে নিয়ে নানান আশা-আকাঙ্ক্ষা থাকে মা-বাবাদের। আলিয়াও ব্যতিক্রম নন। তবে মায়ানগরীর অধিকাংশ বাবা-মা সন্তানের ভবিষ্যৎ প্রসঙ্গ এড়িয়ে চলেন। সে দিক থেকে আলিয়া একেবারে ব্যতিক্রমী। তিনি রাখঢাক না করেই জানান তাঁর মেয়েকে ভবিষ্যতে অভিনেত্রীই হতে হবে, এমনটা নয়। আলিয়ার ইচ্ছা মেয়ে বড় হয়ে বৈজ্ঞানিক হোক। এক সাক্ষাৎকারে আলিয়া বলেন, ‘‘আমি আমার মেয়েকে দেখলেই বলি তুমি বড় হয়ে বৈজ্ঞানিকই হবে।’’

Advertisement

মেয়ের জন্মের চার মাসের মাথায় পুরোদমে কাজ শুরু করছেন আলিয়া। সামনেই অভিনেত্রীর দুটি ছবি মুক্তি পাচ্ছে। একটি ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’। অন্যটি হলিউডে তাঁর প্রথম ছবি ‘হার্ট অফ স্টোন’। পেশার কারণে মেয়েকে তেমন ভাবে সময় দিতে পারছেন না বলে বিভিন্ন সময়ে আক্ষেপ করেছেন আলিয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement