Alia Bhatt

সমাজমাধ্যম থেকে মেয়ের ছবি সরিয়েছেন আগেই, রাহার কথা ভেবে বড় সিদ্ধান্ত নেবেন আলিয়া?

মেয়ের জন্য এমনিতেই বছরে একটা করে ছবি করার সিদ্ধান্ত নিয়েছেন আলিয়া। এ বার আরও কঠিন পদক্ষেপ করতে চান অভিনেতা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ১২:৪০
Share:

আলিয়া ভট্ট। ছবি: সংগৃহীত।

দিনকয়েক আগে একটি পোস্টের মাধ্যমে সমাজমাধ্যমে ঝড় তোলেন সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংহ। জানিয়ে দেন, সিনেমার গান আর গাইবেন না তিনি। সমাজমাধ্যমে শুধু অরিজিৎ নন, অনেক তারকাই নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে থাকেন। এখন সাধারণ মানুষ থেকে তারকা, সকলের জীবনে সমাজমাধ্যম এতটাই গুরুত্বপূর্ণ। এ বার সেই সমাজমাধ্যম ছাড়ারই কথা আলিয়া ভট্টের মুখে?

Advertisement

আলিয়া বার বার জানিয়েছেন, ২০২২ সালে মা হওয়ার পর থেকে তাঁর জীবনে আমূল পরিবর্তন এসেছে। মেয়ের জন্য এমনিতেই বছরে একটা করে ছবি করার সিদ্ধান্ত নিয়েছেন। এ বার আলিয়া বলেন, ‘‘এক একদিন সকালে উঠে মনে হয়, সমাজমাধ্যম থেকে বিদায় নিই। মুছে ফেলতে চাই সমাজমাধ্যম, শুধু অভিনয় নিয়েই থাকতে চাই। আমি এত কথাই বলতে চাই না।” কিন্তু তা সত্ত্বেও কেন সমাজমাধ্যম থেকে নিজেকে সরাতে পারেননি তিনি? অভিনেত্রীর কথায়, “আসলে, সমাজমাধ্যম থেকে সরে গেলে আমার দর্শকের সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে যাবে। যাঁরা প্রথম থেকে আমার পাশে থেকেছেন, তাঁদের সঙ্গে সংযোগ ছিন্ন হয়ে যাবে।’’ দিনকয়েক আগে বিরাট কোহলিও নিজের সমাজমাধ্যমের পাতা নিষ্ক্রিয় করে দেন। এ বার কি আচমকা আলিয়ার থেকেও তেমনই খবর পাওয়া যাবে? উল্লেখ্য, ইতিমধ্যেই মেয়ে রাহার সমস্ত ছবি নিজের সমাজমাধ্যমের পাতা থেকে সরিয়ে দিয়েছেন অভিনেত্রী। রাহার মুখ এখন ছবিশিকারিদের সামনেও আনতে চান না। নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নায়িকার, জানিয়েছিলেন নিজেই। অন্যদিকে, আলিয়ার স্বামী, অভিনেতা রণবীর কপূর সমাজমাধ্যমে সক্রিয় নন।

এই মুহূর্তে আলিয়ার হাতে দুটি ছবির কাজ রয়েছে। একটি ‘আল্‌ফা’, অন্যটি ‘লভ অ্যান্ড ওয়ার’। ‘আল্‌ফা’ ছবিতে বেশ কিছু অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন তিনি। এই মুহূর্তে এই ধরনের ছবি করতেই বিশেষ আগ্রহী আলিয়া, জানিয়েছিলেন নিজেই। এই ছবিতে আলিয়ার সঙ্গে দেখা যাবে শর্বরী ওয়াঘ ও ববি দেওলকে। অন্য দিকে সঞ্জয় লীলা ভন্সালীর পরিচালনায় ‘লভ অ্যান্ড ওয়ার’ ছবিতে আলিয়ার সঙ্গে দেখা যাবে রণবীর ও ভিকি কৌশলকে। শোনা যাচ্ছিল ২০২৬ সালেই মুক্তি পাবে এই ছবি। কিন্ত এখন শোনা যাচ্ছে, সেই ছবির মুক্তি কিছুটা পিছিয়ে যেতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement