ভন্সালীর ছবিতে একসঙ্গে সলমন-আলিয়া

‘হম দিল দে চুকে সনম’-এর কুড়ি বছর পরে সলমন আর ভন্সালী একসঙ্গে কাজ করবেন। পরিচালকের সঙ্গে আলিয়ার এটি প্রথম কাজ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ মার্চ ২০১৯ ০০:৫২
Share:

সলমন খান ও আলিয়া ভট্ট। —ফাইল চিত্র।

জল্পনার অবসান ঘটিয়ে সঞ্জয় লীলা ভন্সালীর আগামী ছবি ‘ইনশাল্লাহ’য় কাজ করছেন সলমন খান এবং আলিয়া ভট্ট। ‘হম দিল দে চুকে সনম’-এর কুড়ি বছর পরে সলমন আর ভন্সালী একসঙ্গে কাজ করবেন। পরিচালকের সঙ্গে আলিয়ার এটি প্রথম কাজ।

Advertisement

দুই অভিনেতাই সোশ্যাল মিডিয়ায় খবরটি জানিয়েছেন। আলিয়া লিখেছেন, ‘সঞ্জয় স্যরের ছবিতে কাজ করা আমার কাছে খোলা চোখে দেখা স্বপ্নের মতো।’ সলমন যে ভন্সালীর পরবর্তী ছবিতে আছেন, এ খবর নিয়ে কোনও সন্দেহ ছিল না। নায়িকার চরিত্রে কখনও প্রিয়ঙ্কা, কখনও ক্যাটরিনার নাম শোনা যাচ্ছিল। প্রথমে নাকি ঠিক ছিল ছবির নাম হবে ‘হম দিল দে চুকে সনম টু’।

সলমনের সঙ্গে দীপিকা পাড়ুকোনকে কাস্ট করার ইচ্ছে ছিল ভন্সালীর। কিন্তু ভাইজানের সঙ্গে দীপিকার কোনও দিনই তেমন জমে না। শেষ পর্যন্ত ভন্সালী তাঁর এপিক রোম্যান্টিক ড্রামার জন্য আলিয়াকে বেছে নিলেন। সলমন খানের বিপরীতে আলিয়াকে দেখার আগ্রহ কিন্তু এখন থেকেই তৈরি হয়ে গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement