Entertainment News

জামাই হিসেবে রণবীর কেমন? মুখ খুললেন আলিয়ার মা সোনি

জামাই হিসেবে রণবীর কেমন হবেন? এ প্রশ্ন সরাসরি করা হয়েছিল আলিয়ার মা সোনি রাজদানকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৯ ১৪:০৩
Share:

সোনি এবং রণবীর।

রণবীর কপূর এবং আলিয়া ভট্ট কি সত্যিই বিয়ে করছেন? এ প্রশ্ন ঘুরছে বলিউডের অন্দরেই। এই দুই তারকার সম্পর্কের জল্পনা নতুন নয়। সদ্য একটি অ্যাওয়ার্ড শো-এ রণবীরের প্রতি নিজের ভালবাসার কথা প্রকাশ্যে স্বীকারও করে নিয়েছেন আলিয়া। কপূর পরিবারের সকলেই তাঁকে বেশ পছন্দ করেন। কিন্তু আলিয়ার বাবা-মা রণবীরেকে আদৌ পছন্দ করেন কি?

Advertisement

জামাই হিসেবে রণবীর কেমন হবেন? এ প্রশ্ন সরাসরি করা হয়েছিল আলিয়ার মা সোনি রাজদানকে। তিনি বলেন, ‘‘রণবীর ভাল ছেলে। কিন্তু আলিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে আমি প্রকাশ্যে আলোচনা করব না। আলিয়া আগে যাঁদের সঙ্গে ডেট করেছে বা ভবিষ্যতে যদি কারও সঙ্গে ডেট করে, সেটা ওর সিদ্ধান্ত। ওর জীবন, সিদ্ধান্ত ও-ই নেবে। মা হিসেবে আমি সব সময় ওর পাশে ছিলাম, থাকব। ও ভাল থাকলেই আমার ভাল লাগবে।’’

অর্থাত্ আলিয়ার সিদ্ধান্তে খুশি তাঁর মা। রণবীর জামাই হলে তাঁর অন্তত আপত্তি নেই বলেই মনে করছেন বলি পাড়ার একটা বড় অংশ।

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

আরও পড়ুন, কঙ্গনা এ বার অনস্ক্রিনের জয়ললিতা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement