এক পর্দায় সব রাজকন্যা

ওয়াল্ট ডিজ়নির নতুন ছবি ‘রেক ইট র‌্যাল্ফ টু’-এ একসঙ্গে দেখা যাবে সিন্ডারেলা, স্নো হোয়াইট, এলজ়া, আনা, অরোরা, পোকোহন্টেস, বেল, জেসমিন এবং ডিজ়নির অন্য সব প্রিন্সেসকে!

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ জুন ২০১৮ ০০:৩৮
Share:

ছবির দৃশ্য

এর আগে সুপারহিরোদের একসঙ্গে দেখা গিয়েছে, মার্ভেলের ‘অ্যাভে়ঞ্জার্স’-এর দৌলতে। সুপারভিলেনদের একসঙ্গে এনে ক্রসওভারও বানিয়ে ফেলেছে ডিসি কমিক্স (‘সুইসাইড স্কোয়াড’)। এ বার পালা ডিজ়নি রাজকন্যেদের। ওয়াল্ট ডিজ়নির নতুন ছবি ‘রেক ইট র‌্যাল্ফ টু’-এ একসঙ্গে দেখা যাবে সিন্ডারেলা, স্নো হোয়াইট, এলজ়া, আনা, অরোরা, পোকোহন্টেস, বেল, জেসমিন এবং ডিজ়নির অন্য সব প্রিন্সেসকে!

Advertisement

তবে শুধু রাজকন্যাদের নিয়ে এই ছবি নয়। ‘রেক ইট র‌্যাল্ফ’-এর প্রথম ভাগ মুক্তি পেয়েছিল ২০১২ সালে। ভিডিও গেমের চরিত্রদের বিভিন্ন অ্যা়ডভেঞ্চার নিয়ে মূল ছবিটি। সেখানে র‌্যাল্ফের চরিত্রটি দর্শকের পছন্দ হওয়ায় নির্মাতারা ফিরিয়ে আনছেন দ্বিতীয় ভাগ। আর সেখানেই সবচেয়ে বড় টুইস্ট, আপাতত এই রাজকন্যাদের সমাহার। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ডিজ়নি প্রিন্সেসরা ভাইরাল। ছবির ট্রেলারে একটি দৃশ্যে দেখা যাচ্ছে সকলকে। এর মধ্যে শোনা যাচ্ছে, ডিজ়নিও এ বার মার্ভেল বা ডিসি কমিক্সের মতো প্রিন্সেসদের ক্রসওভার ফ্র্যাঞ্চাইজ়ি বার করবে। এবং এটা হল তারই প্রিলিউড!

‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’-এ অনেকখানি মজা যোগ করেছিল ‘মার্ভেল’-এর ‘গার্ডিয়ান্স ‌অব দ্য গ্যালাক্সি’র টিম। দুটো আলাদা ফ্র্যাঞ্চাইজ়ির এক হওয়াকেই ক্রসওভার বলে হলিউডের পরিভাষায়। এ বার সেই ক্রসওভারেই বিনোদন জোগাবেন রাজকন্যেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement