যৌন হেনস্থার অভিযোগ

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, টিনা সেটে কান্নাকাটিও করেছিলেন।

Advertisement

শ্রাবন্তী চক্রবর্তী

শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৯ ০০:৫৭
Share:

টিনা দত্ত।

সেটে অভিনেতার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য করতে গিয়ে অস্বস্তিতে পড়লেন টিনা দত্ত। এ নিয়ে তিনি অভিযোগও করেছেন। হিন্দি ধারাবাহিক ‘ডায়ান’-এ মুখ্য চরিত্রে রয়েছেন টিনা এবং মোহিত মলহোত্র। চিত্রনাট্য অনুযায়ী দু’জনকে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হতো। শুট শুরু হওয়ার কিছুক্ষণ পরেই টিনা বুঝতে পারেন, মোহিত অসৎ উদ্দেশ্যে তাঁর গায়ে হাত দিচ্ছেন। একাধিক বার এই ধরনের ঘটনা ঘটায় তিনি সেটেই প্রতিবাদ করেন। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, টিনা সেটে কান্নাকাটিও করেছিলেন।

Advertisement

এ প্রসঙ্গে টিনার বক্তব্য, ‘‘শুট করার সময়ে ভাল-মন্দ অনেক রকমের সমস্যা হয় সেটে। আমি আমার সমস্যার কথা প্রযোজনা সংস্থাকে জানিয়েছি।’’ মোহিত অবশ্য বিষয়টি অস্বীকার করেন। কিন্তু টিনা বলছেন, ‘‘এত দিন কাজ করছি। ঘনিষ্ঠ দৃশ্য থেকে ধর্ষণের দৃশ্য অনেক ধরনের সিন করেছি। কখনও এমন অস্বস্তি হয়নি।’’

বালাজি টেলিফিল্মসের কর্ণধার একতা কপূরের গোচরে এসেছে ঘটনাটি। কিন্তু টিনা মিডিয়ার কাছে মুখ খোলার জন্য তিনি বেশ বিরক্ত বলেই শোনা যাচ্ছে। তবে #মিটু আন্দোলন নিয়ে যেখানে এত কথা হচ্ছে সেখানে প্রযোজনা সংস্থা কী পদক্ষেপ করে, সেটা দেখার।

Advertisement

মোহিত মলহোত্র

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement