Poush Sankranti Rituals

কেবল নিরামিষ খেলেই হবে না, পৌষ সংক্রান্তিতে করা যাবে না পাঁচ ‘অশুভ’ কাজ, অন্যথায় হবেন কুফলের ভাগীদার!

পৌষের শেষ দিন সূর্য ধনু রাশি ছেড়ে শনির রাশি মকরে প্রবেশ করে। তাই এই দিনটি মকর সংক্রান্তি নামেও পরিচিত। সূচনা হয় উত্তরায়ণের। শাস্ত্রমতে, এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ ১১:২২
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

১৪ জানুয়ারি ২০২৬, বুধবার, বাংলার নবম মাস পৌষের শেষ দিন। পৌষ সংক্রান্তি মানেই বাঙালি হিন্দুদের বাড়িতে বাড়িতে পিঠে-পায়েস খাওয়ার ধুম। পৌষের শেষ দিন সূর্য ধনু রাশি ছেড়ে শনির রাশি মকরে প্রবেশ করে। তাই এই দিনটি মকর সংক্রান্তি নামেও পরিচিত। সূচনা হয় উত্তরায়ণের। শাস্ত্রমতে, এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ কিছু কাজ রয়েছে যা এই দিন করা উচিত নয়। এর ফলে ভাগ্যের উপর কুপ্রভাব পড়ে। পৌষ সংক্রান্তির পবিত্র তিথিতে কোন কাজগুলি করা নিষেধ জেনে নিন।

Advertisement

মকর সংক্রান্তির দিন কোন কাজগুলি করবেন না?

১. মকর সংক্রান্তির পবিত্র তিথিতে দক্ষিণ দিকে ভ্রমণ করা মানা। এই দিন থেকে সূর্যের উত্তরায়ণের সূচনা হয়। সূর্য এই সময় উত্তরে অবস্থান করে। সেই দিনে দক্ষিণে ভ্রমণ করার অর্থ হয় সূর্যের বিপরীতে যাত্রা করা। এর ফলে জীবনের উপর নেগেটিভ প্রভাব পড়ার আশঙ্কা বৃদ্ধি পায়। তবে যদি দক্ষিণ দিকে যেতেই হয়, সে ক্ষেত্রে দিনের শুরুতে সূর্যের উদ্দেশে জল অর্পণ করে তার পর যেতে পারেন।

Advertisement

২. এই দিন বাড়িতে কোনও প্রকার ঝগড়া-বিবাদ করা এড়িয়ে চলুন। মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন। মকর সংক্রান্তির পবিত্র দিনে মিথ্যা কথা বলা, অপরকে কটু কথা বলা, বাড়ির সদস্যদের সঙ্গে ঝামেলা করা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এই দিন পজ়িটিভ মনোভাব বজায় রেখে চলুন ও অপরের সঙ্গে ভাল আচরণ করুন।

৩. মকর সংক্রান্তির দিন কোনও প্রকার তামসিক খাবার না খাওয়াই ভাল বলে মনে করা হয়। মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, নেশার দ্রব্য প্রভৃতি থেকে এই দিন নিজেকে দূরে রাখতে হবে।

৪. কালো শনির রং। শাস্ত্রমতে, সূর্য ও শনির সম্পর্ক ভাল নয়। তাই এই দিন কালো রঙের পোশাক পরা উচিত নয়। কালো রঙের কোনও জিনিসও দান না করাই ভাল হবে। তবে কালো তিল দান করা ও খাওয়া যেতে পারে। কালো রঙের অন্যান্য জিনিস দান করা যাবে না।

৫. এই দিন বাড়ি-ঘর অপরিষ্কার ও অগোছালো রাখাও অশুভ। তাই সেই দিকে খেয়াল রাখুন। বাড়ির কোণে ধুলো-ময়লা জমতে দেবেন না। জিনিসপত্র গুছিয়ে রাখতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement