Arijit Singh

‘১ কোটি টাকার গানও ফিরিয়েছেন’, অরিজিতের বিরুদ্ধেও বলিউডে ষড়যন্ত্র? ফাঁস করলেন অমাল মালিক

অরিজিৎ সিংহকেও টেনে নামানোর চেষ্টা করা হয়েছিল বলে দাবি অমালের। ‘সুরজ ডুবা হ্যায়’, ‘রোকে না রুকে নয়না’র মতো গানে একসঙ্গে কাজ করেছেন অমাল ও অরিজিৎ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৫ ১২:২৫
Share:

অরিজিৎকে নিয়ে বিস্ফোরক দাবি অমালের। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

অরিজিৎ সিংহকেও বলিউডের বেশ কিছু ছবি থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই দাবি করেছেন অমাল মালিক। বলিউড নিয়ে একাধিক বিস্ফোরক দাবি করেছেন তিনি। বলিউডের আসল রূপ মানুষের কাছে এখন অনেকটাই স্পষ্ট বলেও মনে করেন তিনি।

Advertisement

এই সাক্ষাৎকারেই অমাল জানিয়েছিলেন, সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরেই বলিউড নিয়ে বদলে গিয়েছে মানুষের ধারণা। অমালের অনুমান, আরও এক বহিরাগত অভিনেতা কার্তিক আরিয়ানের পরিণতিও হবে সুশান্তের মতোই। তাঁকে নিয়েও নানা ষড়যন্ত্র হয়। অরিজিৎ সিংহকেও টেনে নামানোর চেষ্টা করা হয়েছিল বলে দাবি অমালের।

‘সুরজ ডুবা হ্যায়’, ‘রোকে না রুকে নয়না’র মতো গানে একসঙ্গে কাজ করেছেন অমাল ও অরিজিৎ। অমাল মনে করেন, এই মুহূর্তে অরিজিৎই শ্রেষ্ঠ গায়ক। মানুষ হিসাবেও জিয়াগঞ্জের সঙ্গীতশিল্পীর প্রশংসা করেছেন তিনি।

Advertisement

অমাল বলেছেন, “অরিজিৎ খুব ভাল মনের মানুষ। অন্য কারও গান কেড়ে নেওয়ার অভিপ্রায় ওঁর মধ্যে কখনও দেখিনি। একজনের সাফল্যের সঙ্গে অন্যের তুলনাও করেন না। শ্রেষ্ঠ গায়ক হিসেবে নিজের বড়াই করেন না কখনও। অবশ্যই অনেক ভাল গায়ক রয়েছেন। একই সঙ্গে ‘বিনতে দিল’, ‘সুরজ ডুবা হ্যায়’, ‘পলট’, ‘দুয়া’, ‘তুম হি হো’, ‘জ়মানা লাগে’— সব ধরনের গান গাইতে পারেন একমাত্র অরিজিৎই। এখন ভারতীয়দের রক্তে ও শিরায় শিরায় ওঁর কণ্ঠ বয়ে যায়।”

এত প্রতিভাবান হওয়া সত্ত্বেও অরিজিৎকেও বেশ কিছু ছবি থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র হয়েছে বলে দাবি অমালের। সঙ্গীতজগতে তাঁকে নীচে নামিয়ে আনার চেষ্টা অনেকেই করেছেন। তিনি বলেছেন, “যাঁর উপর ঈশ্বর ও পরিবারের আশীর্বাদ রয়েছে, যিনি ভাল কর্ম করেন, তাঁকে কেউ থামাতে পারবে না। আমি জানি না অরিজিৎ কী দিয়ে তৈরি। তবে এটুকু বলতে পারি, তিনি ঈশ্বরের খুব কাছের।”

সকলের আড়ালে থেকে নিজের গান নিয়ে দিনের পর দিন সাধনা করেন অরিজিৎ সিংহ। অমালের কথায়, “কারও কাছে অরিজিতকে কিছু প্রমাণ করতে হবে না। ওঁর সঙ্গে একটা জায়গায় নিজের মিল খুঁজে পাই। অর্থ আমাদের কিনতে পারবে না। এক কোটি টাকা দেওয়া হলে তিনি সেই অর্থ ফেরত দিয়ে বলবেন, ‘আমাকে একটা সুন্দর গান গাইতে দিন’। গান পছন্দ না হলে তিনি গাইতে চান না। এই জন্য বহু গীতিকার ওঁর উপর চটে যান।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement