Ameesha Patel

খারাপ ভঙ্গিতে আমিশার গায়ে হাত অনুরাগীর

দিন কয়েক আগে দিল্লি থেকে একটি অনুষ্ঠান সেরে মুম্বই ফেরার পথে বিমানবন্দরে অনুরাগীরা ঘিরে ধরেন আমিশাকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৭ ১৭:১৪
Share:

আমিশা পটেল। ছবি: আমিশার ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

দীর্ঘদিন তাঁর হাতে কোনও ছবি নেই। কিন্তু লাইমলাইটে রয়েছেন তিনি। তিনি অর্থাত্ আমিশা পটেল। কখনও পার্টি করছেন, কখনও বা অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখছেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সম্প্রতি অনুরাগীদের মাঝে খুব খারাপ অভিজ্ঞতা হল আমিশার।

Advertisement

আরও পড়ুন, অভিষেক-ঐশ্বর্যার বিয়ের অদেখা ছবি প্রকাশ্যে

ঘটনাটি ঠিক কী?

Advertisement

দিন কয়েক আগে দিল্লি থেকে একটি অনুষ্ঠান সেরে মুম্বই ফেরার পথে বিমানবন্দরে অনুরাগীরা ঘিরে ধরেন আমিশাকে। তিনি তাঁদের সঙ্গে কথা বলেন। অনেকের আবদারে সেলফিও তোলেন। ঠিক তখনই কেউ একজন খারাপ ভঙ্গিতে আমিশার গায়ে হাত দেন। কিন্তু তিনি কে, তা আলাদা করে বুঝতে পারেননি আমিশা।

আরও পড়ুন, ভিডিও কলে স্বামীকে রেখেই মডেলের আত্মহত্যা

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ওই ঘটনার পর এক অনুরাগী আমিশার পিছু নিয়ে তাঁর বাড়ি পর্যন্ত ধাওয়া করেন। কিন্তু বহুক্ষণ বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকলেও আমিশার সঙ্গে দেখা হয়নি তাঁর। পরে নায়িকার বাড়ির নিরাপত্তারক্ষীরা পুলিশে ফোন করার কথা বললে চলে যান ওই ব্যক্তি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement