Entertainment News

সাহসী পোশাকে আমিশার প্রশ্ন, ‘ট্যাটুটা খুঁজে পাচ্ছ?’

আমিশার সোশ্যাল ওয়ালে পর পর রয়েছে বিভিন্ন সাহসী পোশাকের ছবি। তা নিয়ে কখনও কখনও ট্রোলও হতে হয়েছে তাঁকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৯ ১৫:১১
Share:

আমিশা পটেল। ছবি: টুইটার থেকে গৃহীত।

পরনে কালো বিকিনি। সোজা তাকিয়ে আছেন ক্যামেরায়। ঠিক এ ভাবেই সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি শেয়ার করেছেন বলি অভিনেত্রী আমিশা পটেল। পাশাপাশি তাঁর প্রশ্ন, ‘ট্যাটুটা খুঁজে পাচ্ছ তোমরা?’

Advertisement

আমিশার সোশ্যাল ওয়ালে পর পর রয়েছে বিভিন্ন সাহসী পোশাকের ছবি। তা নিয়ে কখনও কখনও ট্রোলও হতে হয়েছে তাঁকে। এই ছবিটি শেয়ার করার পরও তাঁকে বিদ্রুপাত্মক মন্তব্য করেছেন সোশ্যাল অডিয়েন্সের একটা অংশ।

দিন কয়েক আগেই আমিশার বিরুদ্ধে আড়ই কোটি টাকার প্রতারণার মামলা দায়ের করেন প্রযোজক অজয়কুমার সিংহ। অজয়ের অভিযোগ ছিল,‘দেশি ম্যাজিক’নামে একটি ছবি করবেন বলে আমিশা এবং তাঁর বিজনেস পার্টনার কুণাল গ্রুমার তাঁর থেকে আড়াই কোটি টাকা নিয়েছিলেন। কিন্তু সে ছবি হয়নি। আমিশাও ওই টাকা তাঁকে ফেরত দেননি। তবে সে সব বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি আমিশা।

Advertisement

আরও পড়ুন, ডিভোর্সের খবরে ক্ষুব্ধ, মার্কিন ম্যাগাজিনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রিয়ঙ্কার?

এই মুহূর্তে আমিশার হাতে কোনও ছবির অফার নেই। ফলে লাইমলাইটে থাকার জন্যই এ ধরনের ছবি সোশ্যাল ওয়ালে শেয়ার করছেন বলে মনে করছেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ।

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement