Entertainment News

স্নানের ছবি শেয়ার করলেন আমিশা!

‘কহো না প্যায়ার হ্যায়’ দিয়ে কেরিয়ারের শুরুটা ভালই করেছিলেন। কিন্তু, এখনও পর্যন্ত তেমন জমাতে পারেননি আমিশা পটেল। কখনও ‘মহেঞ্জো দড়ো’ ছবির অভিনেত্রী পূজা হেগড়েকে দোষারোপ করে আবার কখনও বা বলিউডি পার্টিতে খোলামেলা পোশাক পরে লাইমলাইটে এসেছেন নায়িকা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৫৩
Share:

‘কহো না প্যায়ার হ্যায়’ দিয়ে কেরিয়ারের শুরুটা ভালই করেছিলেন। কিন্তু, এখনও পর্যন্ত তেমন জমাতে পারেননি আমিশা পটেল। কখনও ‘মহেঞ্জো দড়ো’ ছবির অভিনেত্রী পূজা হেগড়েকে দোষারোপ করে আবার কখনও বা বলিউডি পার্টিতে খোলামেলা পোশাক পরে লাইমলাইটে এসেছেন নায়িকা। তবে এ বার যা করলেন তা তাঁর আগের সব পাবলিসিটি স্টান্টের চেষ্টাকে ছাড়িয়ে গিয়েছে।

Advertisement

জানেন, আমিশার নয়া কীর্তি কী?

এ বার সোশ্যাল মিডিয়ায় নিজের স্নানের ছবি শেয়ার করলেন নায়িকা। ছবিতে দেখা যাচ্ছে কালো ও সোনালি রঙের পোশাকে স্নান করছেন নায়িকা। চোখে সানগ্লাস। ক্যাপশনে লিখেছেন ‘শাওয়ার লাইক এ টকস্টার’ । সে ছবি এখন ওয়েব দুনিয়ায় ভাইরাল। তবে ইন্ডাস্ট্রির অনেকেরই বক্তব্য ‘টকস্টার’ নয় আসলে ওটা ‘রকস্টার’। লেখার সময় কোনও ভাবে ‘আর’ এর বদলে ‘টি’ পড়ে গিয়েছে। তাঁদের আরও মত এ ভাবে লাইমলাইটে বেশিদিন থাকা সম্ভব নয়। তবে এ নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি আমিশা। (_)

Advertisement

এ বার সোশ্যাল মিডিয়ায় নিজের স্নানের ছবি শেয়ার করলেন নায়িকা। ছবিতে দেখা যাচ্ছে কালো ও সোনালি রঙের পোশাকে স্নান করছেন নায়িকা। চোখে সানগ্লাস। ক্যাপশনে লিখেছেন ‘শাওয়ার লাইক এ টকস্টার’ । সে ছবি এখন ওয়েব দুনিয়ায় ভাইরাল। তবে ইন্ডাস্ট্রির অনেকেরই বক্তব্য ‘টকস্টার’ নয় আসলে ওটা ‘রকস্টার’। লেখার সময় কোনও ভাবে ‘আর’ এর বদলে ‘টি’ পড়ে গিয়েছে। তাঁদের আরও মত এ ভাবে লাইমলাইটে বেশিদিন থাকা সম্ভব নয়। তবে এ নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি আমিশা। (_)

আরও পড়ুন

‘কাস্টিং কাউচ’-এর শিকার রাধিকা আপ্তে!

হস্টেলের দিদিরা আমাকে দিয়ে ঠাকুরের ভোগ চুরি করাত

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement