Billie Eilish

অ্যাপের ‘দোষ’! পপতারকা বিলি আইলিশের ছোটবেলার ঠিকানা জেনে ফেললেন লাখো মানুষজন

‘সিটিজ়েন’ নামে একটি অ্যাপের মাধ্যমে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস, ফিলাডেলফিয়া, শিকাগোর মতো আমেরিকার বহু শহরের বাসিন্দারা নিজেদের এলাকায় সুরক্ষা সংক্রান্ত সতর্কীকরণ বার্তা পান।

Advertisement

সংবাদ সংস্থা

হলিউড শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৩ ২০:৫৭
Share:

বিলি আইলিশের মা-বাবার বাড়িতে ঢুকে পড়েছিলেন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। ছবি: ইনস্টগ্রাম।

পপতারকা বিলি আইলিশের ছোটবেলার বাড়ির ঠিকানা জেনে ফেললেন আমেরিকার প্রায় ২ লক্ষ বাসিন্দা। তা-ও আবার একটি মোবাইল অ্যাপের দোষে! শনিবার এমনই দাবি করেছে আমেরিকার সংবাদমাধ্যম ‘ভাইস’।

Advertisement

নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস, ফিলাডেলফিয়া, শিকাগোর মতো আমেরিকার বহু শহরের বাসিন্দারা নিজেদের এলাকায় সুরক্ষা সংক্রান্ত সতর্কীকরণ বার্তা পান ‘সিটিজ়েন’ নামে একটি অ্যাপের মাধ্যমে। তবে সেই বার্তা দিতে গিয়েই নাকি বিপত্তি ঘটিয়েছে অ্যাপটি।

সম্প্রতি লস অ্যাঞ্জেলসের হাইল্যান্ড পার্ক এলাকায় বিলির মা-বাবার বাড়িতে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঢুকে পড়েন। বিষয়টি থানাপুলিশ পর্যন্ত গড়ায়। ঘটনার তদন্তে শুরু করেছে লস অ্যাঞ্জেলস পুলিশ। তবে ওই ঘটনার নিয়ে সতর্কীকরণ বার্তা দিতে গিয়ে বিলির ছোটবেলার বাড়ির ঠিকানা প্রকাশ করে ফেলে ‘সিটিজ়েন’। যা ওই বার্তার সঙ্গে পৌঁছে যায় ১,৭৮,০০০ অ্যাপ ব্যবহারকারীর স্মার্টফোনে।

Advertisement

‘ভাইস’ জানিয়েছে, ওই বাড়িটি যে পপতারকা বিলির, তা জানিয়ে দিয়েছে অ্যাপটি। পরে অবশ্য নিজের ভুল শুধরে নেয় তারা। যদিও তত ক্ষণে প্রায় ২ লক্ষ বাসিন্দা জেনে গিয়েছেন বিলির ছোটবেলার বাড়ির ঠিকানা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন