Aishwarya-Abhishek

ঐশ্বর্যা-অভিষেকের মেয়ে আরাধ্যাকে নিয়ে কেন কৌতূহলী হয়ে পড়লেন নিমরত?

ক্রমাগত ঐশ্বর্যার সঙ্গে তাঁর তুলনা টানা হচ্ছে। তবে নিমরত এক সময় নাকি আরাধ্যাকে নিয়ে বেশ কৌতূহলী ছিলেন। মেয়েকে নিয়ে কী প্রশ্ন করেন অভিষেককে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ১৮:৫৭
Share:

আরাধ্যাকে নিয়ে কেন কৌতূহল নিমরতের? ছবি: সংগৃহীত।

অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চনের সম্পর্ক নাকি বিবাহবিচ্ছেদের দিকে গড়াচ্ছে! বেশ কিছু দিন ধরে বলিউডে এই জল্পনাই জারি রয়েছে। তাঁদের মাঝে নাকি আগমন ঘটেছে তৃতীয় ব্যক্তির। সেই কারণেই নাকি এই ভাঙন।‘দসভি’ ছবিতে অভিনয়ের সময় থেকে নাকি নিমরত কৌরের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় অভিষেকের। তার পরেই ধীরে ধীরে ঐশ্বর্যার সঙ্গে সম্পর্কে চিড় ধরেছে। নিমরতের কারণেই নাকি বিয়ে ভাঙতে বসেছে অভিষেক-ঐশ্বর্যার। সমাজমাধ্যম জুড়ে এখন বচ্চন পরিবারকে নিয়ে গুঞ্জন। নিমরতকে নিয়ে নানা ধরনের মিম ছড়িয়েছে সমাজমাধ্যমে। ক্রমাগত ঐশ্বর্যার সঙ্গে তাঁর তুলনা টানা হচ্ছে। তবে নিমরত এক সময় নাকি আরাধ্যাকে নিয়ে বেশ কৌতূহলী ছিলেন।

Advertisement

'দসভি' ছবির প্রচারের সময় অভিষেকের কাছে আরাধ্যাকে নিয়ে প্রশ্ন করেন নিমরত। তিনি জানতে চান, আরাধ্যার স্কুলের কাজ কে তত্ত্বাবধান করেন? পাশপাশি, নিমরত অভিষেককে বলেন, ‘‘তুমি নিশ্চয়ই ওকে বিরক্তই করো।’’ অভিষেক জানান, মেয়েকে মোটামুটি দুই-তিন সপ্তাহ অন্তর হোমওয়ার্ক করান তিনি। তবে এ ব্যাপারে তিনি কৃতজ্ঞ স্ত্রী ঐশ্বর্যার কাছে। অভিযেক বলেন, ‘‘ ঐশ্বর্যা একজন দুর্দান্ত মা। ও আরাধ্যার যে ভাবে দেখাশোনা করে, তা কল্পনা করা যায়। অসীম ধৈর্য ওর। ঐশ্বর্যা ছিল বলেই আমি আমার কাজটা করতে পারি।’’

নিমরতের সঙ্গে অভিষেকের ঘনিষ্ঠতার মাঝেই বি-টাউনে নতুন গুঞ্জন, ঐশ্বর্যা ও অভিষেক নাকি মণিরত্নমের ছবিতে জুটি বাঁধছেন। এই গুঞ্জন নতুন করে তাঁদের বিচ্ছেদ-জল্পনার মোড় ঘুরিয়ে দিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement