Hiraan Chatterjee Marriage Controversy

দুই পক্ষের স্ত্রীর মধ্যে তরজা, এখনও নীরব হিরণ, এই পরিস্থিতিতে কেমন আছেন মেয়ে নিয়াসা?

২৫ বছরের সংসার, ১৯ বছরের মেয়ের কথা প্রথম দিন থেকেই বলেছেন হিরণ চট্টোপাধ্যায়ের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। কেমন আছেন মেয়ে নিয়াসা?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ১৪:৪৪
Share:

বাবাকে নিয়ে বিতর্কের মাঝে কেমন আছেন মেয়ে? ছবি: সংগৃহীত।

আলোচনায় বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে বুধবার পুলিশের দ্বারস্থ হন মেয়ে নিয়াসা চট্টোপাধ্যায় এবং প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। এই ঘটনার পরে এখন কেমন আছেন হিরণের মেয়ে? খোঁজ নিল আনন্দবাজার ডট কম।

Advertisement

২৫ বছরের সংসার, ১৯ বছরের মেয়ের কথা প্রথম থেকেই বলছেন অনিন্দিতা। হিরণের দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসার পরে ইঙ্গিতপূর্ণ মন্তব্যও করেছিলেন তাঁদের মেয়ে নিয়াসা। আচমকা পরিবর্তিত এই পরিস্থিতি কী ভাবে সামলাচ্ছেন নিয়াসা? এই মুহূর্তে মধ্য কলকাতার নামী কলেজের মনোবিজ্ঞানের ছাত্রী তিনি। কলেজে কি যাচ্ছেন?

এ প্রসঙ্গে অনিন্দিতা বলেন, “বাবার জন্য কোনও মেয়েকে থানায় যেতে হলে কি সে আর ঠিক থাকে! এত সাংবাদিক, এত প্রশ্ন, ক্যামেরার আলো— এই পরিস্থিতিতে খুবই মনখারাপ ওর। কলেজে যেতে পারছে না। ওকেও তো অনেক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। তবে ওর বন্ধুরা সবাই পাশে আছে। ফোন করেছে, কথা বলেছে। আগামিকাল থেকে কয়েকটা দিন কলেজ ছুটি। তার পর থেকে ও আবার কলেজে যাবে। এই পরিস্থিতিতে পড়াশোনার কোনও ক্ষতি হোক, তা কোনও ভাবেই চায় না আমার মেয়ে।”

Advertisement

বুধবার থানা থেকে বেরিয়ে রীতিমতো কেঁদে ফেলেছিলেন নিয়াসা। বলেছিলেন, “উনি (হিরণ) বাবা এবং স্বামী হিসাবে ব্যর্থ।” এত বিতর্কের মাঝে এখনও চুপ হিরণ। এখনও পর্যন্ত তাঁর তরফ থেকে কোনও মন্তব্য মেলেনি। তা হলে এর পরে কী ভাবে এগোবেন হিরণের প্রথম স্ত্রী? এখনই এই বিষয়ে কিছু বলতে পারবেন না তিনি। কারণ, সবটাই আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement