শার্লি-অভিষেকের জীবনে তৃতীয় ব্যক্তি? ছবি: সংগৃহীত।
ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা হোক, কোনও দিনই চান না তাঁরা। তাই প্রেম থেকে বিয়ে সবটাই করেছিলেন সন্তর্পণে। অভিনেতা অভিষেক বসু এবং অভিনেত্রী শার্লি মোদকের সম্পর্ক নিয়ে অনেক আলোচনা হয়েছে। ‘ফুলকি’ ধারাবাহিকের সেট থেকে তাঁদের সম্পর্কের শুরু। এক বছরও হয়নি সংসার পেতেছেন তাঁরা। এর মাঝেই শুরু নতুন গুঞ্জন।
টলিপাড়ার অন্দরের ফিসফাস, আইনি বিয়ের ন’মাসের মধ্যেই সম্পর্কে নাকি তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটেছে। তাই নাকি তাঁদের দাম্পত্যেও টালমাটাল অবস্থা। সত্যি কি এমন কিছু ঘটছে? এই গুঞ্জনের কথা শুনেই অট্টহাসি শার্লির। আনন্দবাজার ডট কমকে বললেন, “এই রকম কিছু শুনলে আমরা হাসাহাসি করি। এর মধ্যেই এই সব রটে গেল। আমরা তো জানতেই পারিনি! কী আর বলব। যাঁদের ইচ্ছা হচ্ছে তাঁরা এ কথা বলছে। আমরা সত্যিই গুজবে গুরুত্ব দিতে রাজি নই।”
সদ্য শেষ হয়েছে, অভিষেক অভিনীত ধারাবাহিক ‘ফুলকি’। কিন্তু শার্লি ব্যস্ত তাঁর ধারাবাহিকে। তাঁকে দেখা যাচ্ছে ‘তুই আমার হিরো’ কাহিনিতে। তাই এই মুহূর্তে তাঁদের ঘুরতে যাওয়া সম্ভব নয়। সবে ধুমধাম করে দিদির বিয়েতে আনন্দ করেছেন তাঁরা। এখন রয়েছেন অভিষেকের মামাবাড়িতে। ফলে বিচ্ছেদ বা অশান্তির খবর যে স্রেফ রটনা সেটাই দাবি শার্লির। তাঁদের আইনি বিয়ে হয়েছিল এপ্রিলে। সামাজিক বিয়ে এখনও বাকি। সেই দিনের অপেক্ষায় যুগলে।