আনন্দবাজার ডট কম-কে কী বললেন হিরণের দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরি? ছবি: সংগৃহীত।
বিতর্কের পর বিতর্ক। হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসতেই তাঁর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ উগরে দেন প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। এই ঘটনার মাঝে বিজেপি বিধায়কের দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরিও বিয়ে প্রসঙ্গে নিজের বক্তব্য জানান। তার পরে সেই লেখা মুছেও দেন। এখন কেমন আছেন ঋতিকা? আনন্দবাজার ডট কম-কে কী বললেন হিরণের দ্বিতীয় স্ত্রী?
হিরণের বিয়ে-বিতর্ক নিয়ে এই মুহূর্তে পরিস্থিতি এমনিতেই সরগরম। প্রথমে তাই বিষয়টি নিয়ে কোনও কথা বলতেই রাজি হচ্ছিলেন না ঋতিকা। কিছু দিন আগে অস্ত্রোপচার হয়েছে তাঁর। ফলে শরীর যে একেবারে সুস্থ, তা-ও নয়। এর মধ্যে সমাজমাধ্যম জুড়ে এত বিতর্ক, ফলে সবকিছু থেকে দূরে থাকাই আপাতত সঠিক বলে মনে করছেন তিনি। তাই এই মুহূর্তে খুব বেশি কথা বলতেও চাইছিলেন না। আনন্দবাজার ডট কম-এর ফোন পেয়ে প্রথমে জানিয়েছিলেন, তিনি কোনও কথাই বলতে চান না। পরে অবশ্য ঋতিকা বললেন, “আমি এই সব কিছু থেকে দূরে থাকতে চাই।”
কিছু দিন হল অস্ত্রোপচারের মাধ্যমে অ্যাপেনডিক্স বাদ দেওয়া হয়েছে তাঁর। ঋতিকা বলেন, “আস্তে আস্তে সুস্থ হচ্ছি। এখনও শরীর খুব একটা ভাল নেই। আমি চাই, সবাই ভাল থাকুক। সুস্থ থাকুক। এর বেশি আমি আর কিছু বলতে চাই না। আমি কোনও খ্যাতি চাই না। এত দিন আমি যা পেয়েছি সবটাই ঈশ্বরপ্রদত্ত। এর চেয়ে বেশি কিছু বলব না। এই সব থেকে নিজেকে দূরে রাখতে চাই।”
বিয়ে-বিতর্ক নিয়ে এর আগে হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতাও নিজের মতামত জানিয়েছেন। ঋতিকাও নিজের মতামত দিয়েছেন। কিন্তু এখনও হিরণ নীরব। তাঁকেও আনন্দবাজার ডট কম-এর তরফে অনেক বার যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত তাঁর তরফে কোনও উত্তর মেলেনি।