Shekhar Kapur on AI

কাজ হারাতে চলেছেন শাহরুখ, অমিতাভ! এ বার কি তাঁদের জায়গা নেবে কৃত্রিম বুদ্ধিমত্তা?

‘ওয়েভস ২০২৫’ সম্মেলনে যোগ দিয়ে ‘ব্যান্ডিট কুইন’, ‘এলিজ়াবেথ’, ‘মাসুম’, ‘মিস্টার ইন্ডিয়া’র পরিচালক শেখর কপূর দাবি করেন, তাঁর আর শাহরুখ, অমিতাভের মতো তারকাদের প্রয়োজন নেই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মে ২০২৫ ১৩:৩৮
Share:

কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত তারকারাই কি এ বার শাহরুখ খান, অমিতাভ বচ্চনের জায়গা নেবে, উঠছে প্রশ্ন। ছবি: সংগৃহীত।

কৃত্রিম বুদ্ধিমত্তা এমনই পর্যায়ে পৌঁছোচ্ছে, যে কোনও সময় কাজ হারাতে পারেন যে কোনও মানুষ। শুধু দক্ষ কর্মীরা নন, শিল্পী, লেখকের কাজও যাচ্ছে কৃত্রিম মেধার ‘কল্যাণে’। আর এ বার বুঝি প্রমাদ গুনতে শুরু করলেন অমিতাভ বচ্চন, শাহরুখ খানেরাও! বিশ্বখ্যাত পরিচালক শেখর কপূরের মন্তব্যে যেন সেই অশনি সঙ্কেত।

Advertisement

সম্প্রতি ‘ওয়েভস ২০২৫’ সম্মেলনে যোগ দিয়ে ‘ব্যান্ডিট কুইন’, ‘এলিজ়াবেথ’, ‘মাসুম’, ‘মিস্টার ইন্ডিয়া’র পরিচালক দাবি করেন, তাঁর আর শাহরুখ, অমিতাভের মতো তারকাদের প্রয়োজন নেই। বরং তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় নির্মাণ করে নেবেন নিজের মনের মতো ‘তারকা’। আর সেই তারকাকে ব্যবহার করতে পারবেন শুধু তিনি, থাকবে স্বত্বাধিকার।

শেখর বলেন, “অভিনেতারা এ বার শুধু অভিনেতা হয়ে থাকবেন। তারকা তৈরি করবে কৃত্রিম মেধা। মানুষের মতো তারকা তৈরি হবে আরও অনেক। আমিও এমন তারকা তৈরি করতে পারি, যাদের উপর আমার স্বত্বাধিকার থাকবে। খুব শীঘ্রই এমন চলচ্চিত্র দেখা যাবে যেখানে নারী বা পুরুষ অভিনেতা তৈরি করবে কৃত্রিম বুদ্ধিমত্তা।”

Advertisement

শেখর মনে করিয়ে দেন, ইতিমধ্যেই বহু নেটপ্রভাবী জনপ্রিয়তা পাচ্ছে, যারা আদতে মানুষ নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নির্মিত, মানুষের মতো দেখতে সেই নেটপ্রভাবীরা এক দিন চলচ্চিত্রেও দেখা দেবে, মনে করছেন পরিচালক। তিনি বলেন, “আমার অমিতাভ বচ্চনকে প্রয়োজন নেই। আমি নিজে চরিত্র তৈরি করে নেব। আমার শাহরুখ খানকে প্রয়োজন নেই। আমার নিজের তারকা আমি বানিয়ে নেব। আমি যদি যথেষ্ট দক্ষ হই, তা হলে আমার সৃষ্ট চরিত্রেরা দর্শকের ভালবাসাও পাবে। ফলে আমার নিজের তারকা তৈরি হবে।”

গত কয়েক বছর ধরেই তারকাদের পারিশ্রমিক নিয়ে জোরালো হয়েছে আলোচনা। এক এক জন তারকা এত বেশি পারিশ্রমিক দাবি করেন, যা প্রায় অবাস্তব বলে বোধ হয়। এমনকি তারকারা নিজেরাও বলেছেন এই বিষয়ে সতর্ক হওয়া প্রয়োজন, না হলে গোটা বলিউড সমস্যায় পড়তে পারে। পারিশ্রমিকের অসাম্যও একটা বড় সমস্যা বলিউডে।

এই পরিস্থিতিতে শেখরের বক্তব্যের গুরুত্ব রয়েছে। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই দিকটি উল্লেখ করেই দাবি করেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা সামাজিক ও সৃজনশীল পিরামিডের নীচের তলায় থাকা মানুষগুলিকে ক্ষমতাশালী করে তোলে। তবে, এরই পাশাপাশি পরিচালক অতিরিক্ত যন্ত্রনির্ভর হয়ে পড়ার কুফল সম্পর্কেও সচেতন। তিনি দাবি করেছেন, কৃত্রিম মেধার থেকে মানুষের ফারাক তাঁর অনুভবে, অনিশ্চয়তার মুখোমুখি দাঁড়ানোর ক্ষমতা। শেখর বলেন, “রহস্য আর অনিশ্চয়তাই মানুষকে এগিয়ে নিয়ে চলেছে। তাই কৃত্রিম মেধা ব্যবহারে সংযম প্রয়োজন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement