Parambrata-Piya's Parenting

পরম আমার থেকেও বেশি উত্তেজিত! সময় পেলেই আলোচনা করছি, সন্তানের জন্য কী কী কিনব: পিয়া

হাতে আর মাত্র এক মাস। মাতৃত্বকালীন ছুটি নিয়েছেন পিয়া চক্রবর্তী। আপনজনেরা তাঁকে সাধ খাওয়াচ্ছেন। পরমব্রতও কি সময় দিচ্ছেন হবু মাকে?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মে ২০২৫ ১২:১৮
Share:

পিয়া চক্রবর্তী-পরমব্রত চট্টোপাধ্যায় ভবিষ্যতের স্বপ্নে মশগুল। ছবি: ফেসবুক।

কখনও পাতে মাংসের কোনও বিশেষ পদ। কখনও মাছের মুড়ো। পিয়া চক্রবর্তী আনন্দে থাকুন, মন থেকে চাইছেন তাঁর কাছের মানুষেরা। ভাল-মন্দ রেঁধে খাওয়াচ্ছেন তাঁকে। কখনও সঙ্গে থাকছেন পরমব্রত চট্টোপাধ্যায়, কখনও পিয়া একাই। জুন মাসের প্রথম সপ্তাহে সন্তান ভূমিষ্ঠ হবে, জানিয়েছেন চিকিৎসক। হবু মা-বাবা কি দিন গোনা শুরু করেছেন? প্রশ্ন রেখেছিল আনন্দবাজার ডট কম। পিয়ার কথায়, “আমার থেকেও বেশি উত্তেজিত পরম। সময় পেলেই আলোচনা করছে, সন্তানের জন্য কী কী কিনবে!”

Advertisement

নামও কি ঠিক করে ফেলা হয়েছে? সেই আলোচনা হবু মা-বাবার মধ্যে এখনও শুরু হয়নি। এত দিন কাজের মধ্যে ছিলেন। এ বার মাতৃত্বকালীন ছুটিতে পিয়া। সঙ্গে চলছে সাধভক্ষণ পর্ব। পিয়া যদিও জানিয়েছেন, পিয়া যখন সাত মাসের অন্তঃসত্ত্বা, তাঁর মা তাঁকে প্রথম সাধ দিয়েছেন। “দুই পরিবার থেকেই গুছিয়ে সাধ খাইয়েছে। এখন বন্ধুবান্ধব খাওয়াচ্ছেন। ধীরে ধীরে এ বার এই পর্ব শেষ হবে।” আগামী এক মাস অখণ্ড অবসর। পিয়াকে সন্তানের জন্য কী কী কিনতে হবে, তার তালিকা তৈরি করে দিয়েছেন পারিবারিক সদস্য, ঘনিষ্ঠজনেরা। এ বার সে দিকে মন দেবেন তিনি।

পিয়া-পরমব্রত, দু’জনেই সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে উঠেছেন। পিয়ার গানের গলা ভাল। পরমব্রত প্রযোজক-পরিচালক-অভিনেতা। মা সুনেত্রা ঘটকের দিক থেকে পরিচালক ঋত্বিক ঘটকের বংশধর। গানও জানেন, গিটার বাজান। সন্তান কোন দিকে যাবে? শুনে হেসে ফেলেছেন পিয়া। বলেছেন, “সন্তান সুস্থ ভাবে জন্মাক। আমাদের মতো সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে উঠুক— আপাতত এটাই মন থেকে চাইছি। বড় হয়ে কী হবে, এখনই ভেবে কী করব?”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement