অমিতাভ তাপসীর জোট

এই মুহূর্তে অনুরাগ কাশ্যপের ‘মনমর্জিয়াঁ’র শুটিংয়ে ব্যস্ত নায়িকা তাপসী। অমিতাভের ছবি ‘১০২ নট আউট’-এর মুক্তিও আসন্ন। সুজয়কে নাকি ইতিমধ্যেই ‘বদলা’র জন্য সম্মতি জানিয়েছেন তাপসী।

Advertisement
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৮ ০০:১৭
Share:

ফের একসঙ্গে পর্দায় দেখা যেতে পারে অমিতাভ বচ্চন এবং তাপসী পান্নুকে। এ বারের ছবি ক্রাইম থ্রিলার। পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর ‘পিঙ্ক’-এর পর দু’জনের জুটি বাঁধা এই নিয়ে দ্বিতীয় বার। এই ছবির দায়িত্বেও রয়েছেন আর এক বাঙালি পরিচালক, সুজয় ঘোষ। থ্রিলার বানানোয় যিনি রীতিমতো দক্ষ।

Advertisement

ছবিটির নাম হতে চলেছে ‘বদলা’। তবে এক্ষুনি থ্রিলারের গল্প সম্পর্কে বিশেষ কিছু ভেঙে বলতে চাইছেন না পরিচালক।

এই মুহূর্তে অনুরাগ কাশ্যপের ‘মনমর্জিয়াঁ’র শুটিংয়ে ব্যস্ত নায়িকা তাপসী। অমিতাভের ছবি ‘১০২ নট আউট’-এর মুক্তিও আসন্ন। সুজয়কে নাকি ইতিমধ্যেই ‘বদলা’র জন্য সম্মতি জানিয়েছেন তাপসী। অমিতাভেরও চিত্রনাট্য পছন্দ হয়েছে। শুটিং শুরু হওয়া বাকি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement