Amitabh Bachchan Radhika Madan

লকডাউনের মাঝে রাধিকাকে ফোন অমিতাভের! চিঠি পেতেই কী প্রতিক্রিয়া অভিনেত্রীর?

কোনও ব্যক্তিগত আলাপ ছাড়াই রাধিকাকে সরাসরি ফোন করে বসেন। কিন্তু কী কারণে অমিতাভের এমন তলব রাধিকাকে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৫ ১৯:৫৬
Share:

কেন রাধিকাকে বাড়িতে ডাকেন অমিতাভ? ছবি: সংগৃহীত।

বেশ কয়েক বছর ধরে বলিউডে মাটি আঁকড়ে পড়ে আছেন। ভাল অভিনেত্রী বলে নামডাক রয়েছে তাঁর। তিনি রাধিকা মদন। সম্প্রতি তাঁর বাড়িতে হানা দেন নৃত্য নির্দেশক ফারহা খান। তাঁকেই অভিনেত্রী জানান, লকডাউনের মাঝে অমিতাভ বচ্চনের থেকে চিঠি পান তিনি। কোনও ব্যক্তিগত আলাপ ছাড়াই রাধিকাকে ফোন করেন। কিন্তু কী কারণে অমিতাভের এমন তলব রাধিকাকে?

Advertisement

বড় ব্যানারে ডেবিউ করলেও এখনও পর্যন্ত তেমন হিট ছবি নেই তাঁর। তবে অভিনয় এবং সহজ-সরল লুকের জন্য এই নায়িকা সুপার হিট ইতিমধ্যেই। একতা কপূরের হাত ধরেই অভিনয়ে আসা তাঁর। প্রথম দিকে একেবারেই স্মার্ট ছিলেন না রাধিকা। নিজেকে গ্রুমিং করে হাঁটাচলা থেকে কথাবার্তা— সবেতেই পারদর্শী হয়ে উঠেছেন। প্রায়শই টেলিভিশনে ইন্ডাস্ট্রিতে অতিরিক্ত সময় ধরে কাজের যে ধরন তা নিয়ে প্রতিবাদ করেছেন। ২০১৪ সালে একতা কপূরের রোম্যান্টিক ড্রামা ‘মেরি আশিকি তুম সে হি’-তে সুযোগ পান তিনি। প্রায় দেড় বছর টিভি-তে চলেছিল এই সিরিয়াল। দর্শকেরা তাঁকে পছন্দও করেছিলেন। ২০১৮ সালে প্রথম বলিউডের ছবিতে আত্মপ্রকাশ। বিশাল ভরদ্বাজের পরিচালনায় ‘পটাখা’ ছবিতে। খুব একটা হিট হয়নি ছবি। যদিও অভিনয়ের জন্য রাধিকা প্রশংসিত হয়েছিলেন। ২০২০ সালে মুক্তি পায় ‘আংরেজি মিডিয়াম’ ছবি। রাধিকার এই ছবি দেখে মুগ্ধ হয়ে যান অভিনেতা। এমনিতেই নতুন অভিনেতা-অভিনেত্রীদের অভিনয় ভাল লাগলে তাঁদের হাতে লেখা চিঠি ও ফুল পাঠান অমিতাভ। রাধিকার ক্ষেত্রেও তেমনটাই করেন। লকডাউনের মাঝে এমন একটা চিঠি পেয়ে কী প্রতিক্রিয়া দেবেন বুঝতে পারেননি। যদিও সেই সময় সমাজমাধ্যমে এমন ভাবে উৎসাহিত করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। যদিও ফারহা খানকে বলেন, ‘‘মনে হচ্ছিল আমি অচৈতন্য হয়ে পড়ব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement