Entertainment News

‘কেবিসি টেন’-এর শেষ দিন বিগ বি-র গেস্ট কে ছিলেন জানেন?

সোমবার সকালে বিগ বি টুইটারে লিখলেন, ‘‘কেবিসি ফাইনালে শেষ। দশম পর্বের সমাপ্তি। ২০০০ সাল থেকে পথচলা শুরু করে ১৮ টা বছর কেটে গেল। আর আমার ৭১৬ টা পর্ব।’’

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৮ ১২:৪২
Share:

‘কৌন বনেগা ক্রোড়পতি’র দশম পর্বের শুটিং শেষ করলেন অমিতাভ বচ্চন। আর শেষ করেই একটু আবেগঘন হয়ে টুইটারে দু-চার কলি লিখেও ফেললেন বিগ বি। সেই টুইটের আদ্যোপান্তই ১৮ বছর ধরে চলা ‘কৌন বনেগা ক্রোড়পতি’র হিসেবনিকেশ।

Advertisement

সোমবার সকালে বিগ বি টুইটারে লিখলেন, ‘‘কেবিসি ফাইনালে শেষ। দশম পর্বের সমাপ্তি। ২০০০ সাল থেকে পথচলা শুরু করে ১৮ টা বছর কেটে গেল। আর আমার ৭১৬ টা পর্ব। ৯ টা সিজন জুড়ে মোট ৮৫৫ ঘণ্টা। প্রত্যেকটা এপিসোডের জন্য ৩-৪ ঘণ্টা শুটিং আর শুটিংয়ের আগে ৪-৫ ঘণ্টার প্রস্তুতি।’’

এমন কঠিন হিসেব দেওয়ার পরক্ষণেই আর একটি টুইটে তাঁর ডিজাইনারকে ধন্যবাদ জানালেন বলিউডের শাহেনশা। প্রিয়া পাতিল,যিনি কেবিসি-র জন্য রোজ তৈরি করেন অমিতাভ বচ্চনকে।

Advertisement

আরও পড়ুন, দীপিকার বিয়ের আংটির দাম…

তবে এই দশম পর্বের শেষ দিনে আমিতাভের হট সিটে কে ছিল জানেন? কমেডিয়ান কপিল শর্মা। সে কথা বিগ বি না জানালেও, ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন কপিল শর্মা নিজেই। বহুদিন ধরেই কপিলের অপেক্ষায় দিন গুনছেন তাঁর ভক্তরা। দেখা তো তিনি দিলেনই, দিলেন আবার মিস্টার বচ্চনের সঙ্গে।

২০০০ সাল থেকে পথচলা শুরু ‘কেবিসি’র। ব্রিটেনের অনুষ্ঠান ‘হু ওয়ান্টস টু বি আ মিলিয়নেয়ার’-এর কথা মাথায় রেখেই শুরু হয় ‘কৌন বনেগা ক্রোড়পতি’। ১০ টা সিজনের ৯ টা তেই ‘কম্পিউটার জি’বলতে শোনা গিয়েছে অমিতাভ বচ্চনকে। খালি একটা সিজনেরই সঞ্চালনা করেছিলেন বলিউডের বেতাজ বাদশা শাহরুখ খান।

🙏

🙏

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন