শুটিংয়ে আহত অমিতাভ

শুটিং চলাকালীন পাঁজরে চোট পেলেন অমিতাভ বচ্চন। বৃহস্পতিবার সকালের ঘটনা। তিনি তাঁর নতুন ছবি ‘টিই৩এন’-র জন্য শুটিং করছিলেন। সুজয় ঘোষ প্রযোজিত এই ছবির শুটিং চলছে কলকাতাতেই। শুটিং চলাকালীনই তাঁর দুর্ঘটনা ঘটে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৬ ১৪:৪৫
Share:

শুটিং চলাকালীন পাঁজরে চোট পেলেন অমিতাভ বচ্চন। বৃহস্পতিবার সকালের ঘটনা। তিনি তাঁর নতুন ছবি ‘টিই৩এন’-র জন্য শুটিং করছিলেন। সুজয় ঘোষ প্রযোজিত এই ছবির শুটিং চলছে কলকাতাতেই। শুটিং চলাকালীনই তাঁর দুর্ঘটনা ঘটে।

Advertisement

তবে অমিতাভের চোট গুরুতর নয় বলে চিকিৎসকেরা জানিয়েছেন। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়েও দেওয়া হয়েছে। ভক্তদের উদ্দেশে নিজে টুইট করে তাঁর সুস্থ থাকার খবরও দিয়েছেন তিনি। টুইটে তিনি লিখেছেন, ‘‘শুটিংয়ের সময় পাঁজরে চোট পেয়েছি। এখন ঠিক আছি।’’ তবে শ্বাস-প্রশ্বাসে তাঁর সমস্যা হচ্ছে। পাঁজরে সামান্য ব্যাথাও রয়েছে। সম্পূর্ণ ঠিক হতে কম করে ৪৮ ঘণ্টা লাগবে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তবে কী ভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা খোলসা করে জানাননি তিনি।

এর মধ্যেও তিনি ‘ওয়াজির’-এর প্রোমোশন করতে ব্যস্ত। শুক্রবারই ওয়াজির মুক্তি পাওয়ার কথা। এ দিন সন্ধ্যায় ‘ওয়াজির’ উপলক্ষে সাউথ সিটিতে যাওয়ার কথাও আছে তাঁর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement