ঠিক আজকের দিনেই, ৪৬ বছর আগে মুক্তি পেয়েছিল অমিতাভ বচ্চনের প্রথম ছবি ‘সাত হিন্দুস্তানি’। ছবিটায় অমিতাভ একবারের জন্যও বন্দুক হাতে নেননি! অথচ, ছবির পোস্টারে দেখা গেল, তাঁর হাতে ধরা রয়েছে এক রিভলবার! ব্যাপারটা কী? বিগ বি-র হাতে বন্দুক ধরাল কে?
সম্প্রতি সেই রহস্য উদ্ঘাটন করেছেন অমিতাভ নিজেই। এর মাঝে শাবানা আজমির সঙ্গে তিনি গিয়েছিলেন পরিচালক খাজা আহমদ আব্বাসকে নিয়ে লেখা এক বইয়ের উদ্বোধনে। ওঁর ছবি ‘সাত হিন্দুস্তানি’ দিয়েই তো বলিউডে পা রাখেন অমিতাভ! স্বাভাবিক ভাবেই অনুষ্ঠান সেরে স্মৃতিমেদুর হয়ে পড়েছিলেন অমিতাভ। তার পর? টুইটারের পাতায় দেখা গেল বর্ষীয়ান বচ্চনের প্রথম ছবি নিয়ে স্মৃতিচারণা।
সেই টুইটেই বন্দুকের রহস্যটা সমাধান করেছেন অমিতাভ। তাঁর অকপট স্বীকারোক্তি, “সাত হিন্দুস্তানিতে আমি বন্দুক ছুঁয়েও দেখিনি! অথচ ছবিটা যখন অনেক পরে মুক্তি পেল, দেখা দেল পোস্টারে আমার হাতে বন্দুক রয়েছে। তার মাঝে আমার আরও দু’-একটা ছবি মুক্তি পেয়েছে। সেগুলোতে আমি বন্দুক হাতে নিয়েছি। পোস্টারটাকে তাই আকর্ষণীয় করার জন্য অন্য একটা ছবির বন্দুক হাতে দৃশ্য জুড়ে দেওয়া হয়েছিল!”
দেখুন গ্যালারি: ফিরে দেখা অমিতাভের প্রথম ছবি ‘সাত হিন্দুস্তানি’
‘সাত হিন্দুস্তানি’-তে অমিতাভর সহ-অভিনেতার তালিকাটা ছিল বেশ দুর্ধর্ষ। উৎপল দত্তর সঙ্গে সেই তাঁর প্রথম কাজ। ছবিতে ছিলেন মধু, এ কে হাঙ্গল, জালাল আগা, অভিনেতা মেহমুদের ভাই আনওয়ার আলি, দীনা পাঠক প্রমুখ। ছবির গল্প ছিল পর্তুগিজ শাসন থেকে গোয়াকে মুক্তি করা নিয়ে!
ছবিটা অবশ্য বক্স অফিসের ভাণ্ডার পূর্ণ করতে পারেনি। কিন্তু, তাতে স্মৃতির ভাণ্ডারে একটুও টান পড়ছে না! অমিতাভ আরও জানিয়েছেন, শুটিং চলাকালীন ছবিতে দাড়ি নিয়ে কেমন নাজেহাল হতে হয়েছিল তাঁকে! স্টাইলিস্ট একবারই গোয়ায় এসে নকল দাড়িটা গালে বসিয়ে দিয়ে যায়! তার পর সেটার দেখভাল করতে হত বচ্চনকেই। সেই দাড়ি ঠিক রাখতে গিয়ে তাঁর স্নান, ঘুম— সবই প্রায় মাথায় উঠেছিল! সব সময় আতঙ্কে থাকতেন তিনি, পাছে দাড়িটা গাল থেকে সরে যায়!