Amitabh Bachchan

‘২-৩ ঘণ্টা প্রসবযন্ত্রণা সহ্য করেও ওষুধ খায়নি’, পুত্রবধূ ঐশ্বর্যার কঠিন মুহূর্তের কথা জানান অমিতাভ

ঐশ্বর্যা মা হওয়ার পরে বচ্চন পরিবার একটি সাংবাদিক সম্মেলন করেছিল। সেখানে ঐশ্বর্যার মা হওয়ার প্রসঙ্গ উঠে এসেছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ ১৮:৫০
Share:

অমিতাভ কী বলেছিলেন ঐশ্বর্যা ও অভিষেকের সন্তান হওয়ার পরে? ছবি: সংগৃহীত।

২০১১ সালে মা হয়েছিলেন ঐশ্বর্যা রাই বচ্চন। প্রসবযন্ত্রণা প্রবল হলেও ব্যথানিবারক কোনও ওষুধ খাননি তিনি। জানিয়েছিলেন অমিতাভ বচ্চন।

Advertisement

ঐশ্বর্যা মা হওয়ার পরে বচ্চন পরিবার একটি সাংবাদিক সম্মেলন করেছিল। সেখানে ঐশ্বর্যার মা হওয়ার প্রসঙ্গ উঠে এসেছিল। অমিতাভ জানিয়েছিলেন, দীর্ঘ ২ থেকে ৩ ঘণ্টা প্রসবযন্ত্রণায় ভুগেছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী। অমিতাভ বলেছিলেন, “ওকে সত্যিই খুব কষ্ট পেতে হয়েছিল। তবে যে ভাবে টানা ২ থেকে ৩ ঘণ্টা ও প্রসবযন্ত্রণা সহ্য করেছিল, তা সত্যিই প্রশংসনীয়। যন্ত্রণা হওয়া সত্ত্বেও ‘নর্মাল ডেলিভারি’র সিদ্ধান্তই নিয়েছিল ও। যন্ত্রণা দূর করার অথবা অবশ হওয়ার কোনও ওষুধই ও নেয়নি।”

ঐশ্বর্যাকে নিয়ে ২০১০ সালে এক ম্যাগাজ়িনে লেখা হয়েছিল, অভিনেত্রী মা হতে পারবেন না। তাঁর কিছু শারীরিক সমস্যা রয়েছে। এই প্রতিবেদন পড়ে রাগে ফেটে পড়েছিলেন অমিতাভ। পুত্রবধূর হয়ে সরব হয়েছিলেন তিনি। দাবি করেছিলেন, এই প্রতিবেদন সম্পূর্ণ ভিত্তিহীন ও রুচিহীন।

Advertisement

বিয়ের আগে অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা বেশ কিছু ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন। ‘গুরু’ ছবির শুটিং চলাকালীন প্রেম শুরু হয় অভিষেক ও ঐশ্বর্যার। ২০০৭ সালে তাঁরা বিয়ে করেন। ধুমধাম করে বসেছিল বিয়ের আসর। ২০১১-তে তারকাদম্পতির কোলে আসে আরাধ্যা।

‘ঢাই অক্ষর প্রেম কে’, ‘কুছ না কহো’, ‘রাবণ’, ও ‘গুরু’ ছবিতে জুটি বেঁধেছেন অভিষেক ও ঐশ্বর্যা। তবে গত কয়েক বছরে অভিনয় থেকে দূরে রয়েছেন অভিনেত্রী। অন্য দিকে, পর পর কাজ করছেন অভিষেক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement