বাবার ছবি বক্স অফিসে ব্লকবাস্টার হিট। আর ছেলের? না! দু’একটা ছবিতে তাঁর অভিনয়ের প্রশংসা হলেও তেমন ভাবে বাণিজ্যিক সাফল্য মেলেনি। এই ফাদার-সন ডুয়ো হলেন অমিতাভ এবং অভিষেক বচ্চন।
দীর্ঘ কেরিয়ারে প্রচুর সমালোচনা শুনেছেন অমিতাভ। তা কী ভাবে সামলাতে হবে সেই উপায় অভিষেকের সঙ্গে শেয়ার করলেন তিনি। বিগ বি-র কথায়, ‘‘সমালোচনা অভিনেতাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। নিদের উন্নতি করতে সাহায্য করে। আমি কিন্তু সব সময় সমালোচনা উড়িয়ে দিই না। বরং আমার ইনসেনটিভ হিসেবে ব্যবহার করি। সুতরাং যখনই তোমার কেউ সমালোচনা করবেন, তুমি অন্য একটা ভিউপয়েন্ট পাবেন। আর পাবলিক ফিগার হলে এগুলো মেনে নিতেই হবে।’’
ছেলের জন্য অমিতাভের পরামর্শ, যদি ফিল্ম না চলে, কেউ সমালোচনা করেন তা হলে সে সব নিয়ে নিজের ঘরের দেওয়ালে টাঙিয়ে রাখা উচিত। যাতে প্রত্যেকদিন সকালে নিজের ব্যর্থতাগুলো চোখে পড়ে। আর তাতেই আরও ভাল কাজ করার উত্সাহ পাওয়া যাবে।
আরও পড়ুন, অমিতাভ-জয়া সম্পর্কে এক গুচ্ছ তথ্য যে গুলো আপনি নাও জানতে পারেন