এই মুহূর্তে দেশে বেশ হুলুস্থুলুই চলছে বাজিরাও আর তাঁর মস্তানির প্রেম নিয়ে! সঞ্জয় লীলা বনশালীর ম্যাগনাম ওপাস নিয়ে নানা কারণে আপত্তি জানাচ্ছেন প্রথম পেশোয়ার বংশধররা! তাঁদের পরে এ বার বাজিরাওকে নিয়ে মুখ খুললেন অমিতাভ বচ্চন। কী আছে তাঁর মন্তব্যে? ব্যঙ্গ?
সম্প্রতি রণবীর সিংহ আর পরিণীতা চোপড়া হাজির হয়েছিলেন অমিতাভ বচ্চনের নতুন রিয়্যালিটি শো ‘আজ কি রাত হ্যায় জিন্দগি’-র সেটে! সেখানে রণবীর নাচলেন। বচ্চন দেখলেন। তার পর, রণবীরকে সঙ্গে নিয়ে প্রথম বার নিজের ডাবস্ম্যাশ ভিডিও করলেন বিগ বি। আপ্লুত রণবীর সেটা পোস্টও করলেন নিজের টুইটার অ্যাকাউন্টে। অনেকগুলো স্মাইলি দিয়ে লিখলেন, “এটা সত্যিই এপিক!”
কী ছিল সেই ডাবস্ম্যাশে? ভিডিওয় ‘বাজিরাও মস্তানি’ ছবি থেকে নায়কের সংলাপ আওড়ালেন বিগ বি! বললেন, “বাজিরাও নে মস্তানি সে মহব্বত কি হ্যায়, আইয়াশি নেহি!”
এটা কি বনশালীর ছবির প্রতি বচ্চনের শ্রদ্ধার্ঘ? না কি ব্যঙ্গ?
নিজেই দেখুন নীচের এই ভিডিওয়!