নভ্যার টুইটার ভুয়ো, জানালেন অমিতাভ

নাতনি নভ্যার হয়ে মাঠে নামলেন খোদ অমিতাভ বচ্চন। টুইটার ফলোয়ারদের সাবধান করে দিলেন, নভ্যার টুইটার অ্যাকাউন্টটি ভুয়ো। ফলে কেউ যদি নভ্যাকে টুইটারে ফলো করেন, তবে তিনি ভুল করছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৬ ১৩:০৪
Share:

নাতনির পিয়ানো বাজানো শুনছেন অমিতাভ। ছবি: টুইটারের সৌজন্যে।

নাতনি নভ্যার হয়ে মাঠে নামলেন খোদ অমিতাভ বচ্চন। টুইটার ফলোয়ারদের সাবধান করে দিলেন, নভ্যার টুইটার অ্যাকাউন্টটি ভুয়ো। ফলে কেউ যদি নভ্যাকে টুইটারে ফলো করেন, তবে তিনি ভুল করছেন।

Advertisement

টুইটারে বিগ বি লিখেছেন, ‘আমার নাতনি নভ্যা নন্দা টুইটারে নেই। ওর কোনও টুইট অ্যাকাউন্ট নেই। আমি ভুল করে একবার রেসপন্স করে ফেলেছিলাম। সাবধান।’

দিন কয়েক আগে অমিতাভ টুইটারে লিখেছিলেন, ‘আমার নাতনি কিছু বলছে…ভালই বলছে।’ এই মন্তব্য করার পরই তিনি জানতে পারেন আদতে নভ্যা কোনও টুইট করেননি। বরং তাঁর নামে ভুয়ো টুইটার অ্যাকাউন্ট চালান অন্য কেউ। ফলে নিজেই তাঁর টুইট অনুরাগীদের সাবধান করে দেন সিনিয়র বচ্চন।

Advertisement

আরও পড়ুন, ‘মিস ইউ নানু’, অমিতাভের সঙ্গে ছবি শেয়ার করলেন নভ্যা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement