সমাজসেবা করে প্রচারে বিশ্বাসী নন অমিতাভ

তথাকথিত ‘সোশ্যাল ওয়ার্ক’ করলেই তা বড় করে প্রচার করা তারকাদের একাংশের স্বভাব। কিন্তু সে অভ্যেস একেবারেই নেই বলিউড শাহেনশার। বহুদিন ধরেই অভিনয়ের পাশাপাশি এমন অনেক সোশ্যাল ওয়ার্ক করেন অমিতাভ। কিন্তু সাধারণ মানুষ তা জানতেও পারেন না।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০১৫ ১৪:৪৬
Share:

তথাকথিত ‘সোশ্যাল ওয়ার্ক’ করলেই তা বড় করে প্রচার করা তারকাদের একাংশের স্বভাব। কিন্তু সে অভ্যেস একেবারেই নেই বলিউড শাহেনশার। বহুদিন ধরেই অভিনয়ের পাশাপাশি এমন অনেক সোশ্যাল ওয়ার্ক করেন অমিতাভ। কিন্তু সাধারণ মানুষ তা জানতেও পারেন না।

Advertisement

সম্প্রতি বলিউডের অনেক তারকাই দরিদ্র কৃষকদের আর্থিক সাহায্যের জন্য এগিয়ে যাচ্ছেন, সে তালিকায় এখনও নেই বিগ বি-র নাম। তাঁর কাছে সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাওয়ায় তিনি বলেন, ‘‘গত আট-ন’বছর ধরে এ ধরনের কাজ করছি আমি। এক সময় খবরে পড়েছিলাম করের টাকা দিতে না পারায় আত্মহত্যা করছেন কৃষকরা। আমি ঘুরে ঘুরে এমন ৫০ জনকে জোগাড় করি। তার পর তাঁদের করের টাকা দিয়ে দিয়েছিলাম। কিন্তু কী কাজ করছি তা প্রচার করার কথা কখনও মনে হয়নি।’’

অমিতাভ জানিয়েছেন, বলিউড বারবার যে কোনও প্রাকৃতিক বিপর্যয়ে সাহায্যের জন্য এগিয়ে এসেছে। সেলেবদের ক্রিকেট ম্যাচ হোক বা কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান— টাকা তুলে দিয়েছেন বলি-তারকারা। তাই আরও একবার বিগ বি মনে করিয়ে দিলেন, ‘‘ফিল্ম ইন্ডাস্ট্রি ভিলেন নয়। এখানে যাঁরা কাজ করেন তাঁদেরও মন আছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement