Entertainment News

দীপিকা, ক্যাটরিনাদের নায়ক জুটছে না? আবেদন করলেন অমিতাভ

এই দুই নায়িকার সঙ্গে কাজ করতে গিয়ে তাঁর যে উচ্চতা সংক্রান্ত কোনও সমস্যা হবে না, তা পরিস্কার করে জানিয়ে দিয়েছেন অমিতাভ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:৪১
Share:

অমিতাভ বচ্চন। ইনসেটে দীপিকা এবং ক্যাটরিনা।

‘…বয়স ৭৬। ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা ৪৯ বছরের। প্রায় ২০০ ছবি রয়েছে সিভিতে। হিন্দিতে কথা বলতে স্বচ্ছন্দ। উচ্চতা ছয় ফুট দু’ইঞ্চি। আপনাদের কখনও উচ্চতার সমস্যা হবে না।…’

Advertisement

পড়ে নিশ্চয়ই বুঝতে পারছেন, এটি একটি বায়োডেটা। আরও বুঝিয়ে বললে, বলা ভাল এটি এক চাকরিপ্রার্থীর আবেদন। কিন্তু তিনি কে?

তিনি খোদ অমিতাভ বচ্চন। সোশ্যাল মিডিয়ায় কাজ চেয়ে এই আবেদন করেছেন। তবে বিগ বি কাজ করতে চান এই মূহূর্তে বলিউডের প্রথম সারির অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবং ক্যাটরিনা কইফের মতো লম্বা নায়িকাদের সঙ্গে। কাজের ক্ষেত্রে স্ক্রিনে দেখার জন্য উচ্চতার যে সমস্যা হবে না, তাও মজা করে জানিয়ে দিয়েছেন শাহেনশা।

Advertisement

আরও পড়ুন, ‘প্যাডম্যান’-এর চিত্রনাট্য চুরির অভিযোগ!

আসলে অনেক সময়ই সিনেমার ক্ষেত্রে নায়ক-নায়িকার উচ্চতা নিয়ে চিন্তিত হয়ে পড়েন পরিচালক-প্রযোজকরা। ধরুন, শাহিদ কপূর একেবারেই দীপিকা পাড়ুকোনের সমান লম্বা নন। তাই ‘পদ্মাবত’-এ যখন এই জুটি পর্দায় এসেছেন, তখন উচ্চতা সমান করতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছিল নির্মাতাদের। আবার আসন্ন ছবি ‘ঠগস অব হিন্দুস্তান’-এ এই একই সমস্যায় পড়ছেন আমির খান এবং ক্যাটরিনা কইফ। এই নিয়ে খবরও প্রকাশিত হয়। সেই সূত্র ধরেই নিজের বায়োডাটা শেয়ার করেছেন বিগ বি।

আরও পড়ুন, ১৪ ফেব্রুয়ারিকে কেন ভ্যালেন্টাইনস ডে মনে করেন না প্রসেনজিত্?

ফলে এই দুই নায়িকার সঙ্গে কাজ করতে গিয়ে তাঁর যে উচ্চতা সংক্রান্ত কোনও সমস্যা হবে না, তা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন অমিতাভ। দীপিকা বা ক্যাটরিনা এখনও পর্যন্ত এ নিয়ে মুখ খোলেননি। তবে অমিতাভের সিভি নিয়ে চর্চা শুরু হয়েছে সিনে মহলে।

বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement