kbc

KBC-Amitabh: স্বাধীনতার ৭৫ বছর, ‘কেবিসি’ মঞ্চে নয়া চমক

আসছে কৌন বনেগা ক্রোড়পতির নতুন সিজন। এই নতুন অধ্যায়ে নতুন চমক ঘোষণার বিগ বি’র।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ জুলাই ২০২২ ২১:২৮
Share:

নতুন চমক বিগ বি’র

কৌন বনেগা ক্রোড়পতির ১৪ নম্বর সিজনে নতুন মোড়। ভারতের স্বাধীনতার ৭৫তম বছর। সেই উপলক্ষেই নতুন ঘোষণা অভিতাভ বচ্চন এবং তাঁর টিমের। ৭৫ লক্ষ টাকা নতুন পুরস্কার ঘোষণা করা হয়েছে। কেবিসি মঞ্চ মানেই অমিতাভ বচ্চন। প্রকাশ্যে এল শোয়ের নতুন ঝলক।

Advertisement

যেখানে ‘কেবিসি’ মঞ্চে নিজের হট সিটে বসে বিগ বি। সেই মঞ্চে মিস্টার বচ্চন ৭.৫ কোটি টাকার প্রশ্ন খেলার আগেই অভিনন্দন জানান প্রতিযোগীকে।৭.৫ কোটি টাকার উত্তর দিতে না পারলে ৩ লক্ষ ৭৫ হাজার টাকায় থেমে যাবে তাঁর যাত্রা। বাকি প্রতিযোগীদের একটাই বক্তব্য ছিল। এখানেই ‘টুইস্ট’। অমিতাভ বচ্চন নিজেই জানান সেকথা। ৭.৫ কোটির উত্তর দিতে না পারলেও এ বার থেকে প্রতিযোগীরা জিতবেন ৭৫ লক্ষ টাকা।

আর বিগ বি’র এই ঘোষণাতেই হতভম্ব প্রতিযোগীরা। ‌এটাও সম্ভব! সবার সব ধন্দ কাটিয়ে দেন মেগাস্টার। দেশে স্বাধীনতার ৭৫ বছর। আর তাই এই নতুন ঘোষণা। একটি সিজন ছাড়া বাকি প্রতিটা সিজনেই দর্শকরা দেখেছেন তাঁকে। দীর্ঘ দিন ধরে অনুষ্ঠান সঞ্চালনা করে আসছেন তিনি। কেবিসির এই নতুন সিজন কবে থেকে শুরু হবে, তা ঘোষণা হবে খুব তাড়াতাড়ি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement