Entertainment News

টুইটারে অভিভাবকদের অসম্মান, যুবককে ‘শিক্ষা’ দিলেন অমিতাভ

কয়েকদিন আগে বছর কুড়ির এক টুইটারেত্তি পোস্টে লেখেন, ‘‘আমিবিরক্ত যে আমার মা-বাবা আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমাকে শুধু এক জন মানুষ তৈরি করাই কি তাঁদের কাজ?...’’ এই টুইট দেখে নিজেকে চুপ করিয়ে রাখতে পারেননি বিগ বি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৭ ১৩:৪৩
Share:

অমিতাভ বচ্চন। ছবি: অমিতাভ বচ্চনের ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

টুইটার পোস্টে মা-বাবার প্রতি তীব্র অসন্তোষ যুবকের। প্রশ্ন তুলেছিলেন, বেঁচে থাকার মানে নিয়ে। আর তাতেই নজর পড়ে বিগ বি-র। কেউ হয়তো ভাবতেও পারেননি, সেই পোস্ট দেখে তাঁকে ‘শিক্ষা’ দেবেন খোদ অমিতাভ বচ্চন!

Advertisement

বলিউড শাহেনশা বরাবরই সোশ্যাল মিডিয়ায় ‘অ্যাকটিভ’। তা সে ফেসবুক হোক বা টুইটার-ইনস্টাগ্রাম। এমনকী সোশ্যাল মিডিয়ায় লেখালিখির অসুবিধে হলে সরাসরি তা নিয়ে অভিযোগও করেন তিনি।

আরও পড়ুন, শিশুদের নিয়ে রিয়্যালিটি শো বন্ধের আর্জি সুজিতের

Advertisement

কয়েকদিন আগে বছর কুড়ির এক টুইটারেত্তি পোস্টে লেখেন, ‘‘আমিবিরক্ত যে আমার মা-বাবা আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমাকে শুধু এক জন মানুষ তৈরি করাই কি তাঁদের কাজ? আমার বিল কে পরিশোধ করবে? আমি? এটা তো আমার করার কথা নয়।’’

? ' ? ? '

এই টুইট দেখে নিজেকে চুপ করিয়ে রাখতে পারেননি বিগ বি। সরাসরি ওই যুবকের নাম করে তাঁর পোস্টের নীচেই টুইট করেন অমিতাভ। লেখেন, ‘‘এমনকী তোমার মা-বাবাকেও তো তাঁদের মা-বাবারা জন্ম দিয়েছেন। তাঁরা কি কোনওদিন তাঁদের বিল নিয়ে উদ্বিগ্ন ছিলেন?’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement