অমিতাভের শৌচালয়ে বিজয়ের নিজস্বী। ছবি: সংগৃহীত।
সমাজমাধ্যম জুড়ে নতুন ধারা। সবাই ১০ বছর পুরনো স্মৃতিতে ফিরে যাচ্ছেন। সম্প্রতি, ১০ বছর আগের বেশ কিছু ছবি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অনেক তারকা। অভিনেতা বিজয় বর্মাও ফিরে গেলেন পুরনো স্মৃতিতে। ২০১৬ সালে অমিতাভ বচ্চনের বাড়িতে গিয়ে একটি ছবি তুলেছিলেন অভিনেতা। সেই স্মৃতিতেই ডুব দিলেন অভিনেতা।
সেই স্মৃতিই আবার ফিরে এল। বিজয় লেখেন, “পিঙ্ক ছবির মাধ্যমে আমি বিগ বি এবং সুজিতদার সঙ্গে কাজের সুযোগ পেয়েছি। সেই সুবাদে ক্রিকেটতারকা সচিন তেন্ডুলকরের সঙ্গে দেখা হয়েছে। আর বচ্চনের বাড়ির গোল্ডেন টয়লেট (সোনালি শৌচালয়) নিজস্বী তোলার সুযোগ পেলাম।” ১০ বছর আগের সেই ছবি আবার ভাগ করে নিয়েছেন বিজয়। সেই সঙ্গে জীবনের একগুচ্ছ গুরুত্বপূর্ণ মুহূর্তের কথা ভাগ করে নিয়েছেন। ২০১৬ সালের ‘পিঙ্ক’ ছবিটি তাঁর অভিনয়জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি সে কথাও ভাগ করে নিয়েছেন তিনি।
বিজয়ের অভিনয়জীবন ছাড়াও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকের মনে কৌতূহলের শেষ নেই। অভিনেত্রী তমান্না ভাটিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক ভাঙা নিয়েও অনেক কাটাছেঁড়া হয়েছিল। তবে সে সব এখন অতীত। তাঁর বক্তব্য, এখন তিনি অভিনয়েই মন দিতে চান আপাতত।