বালকির পরের ছবিতে ‘স্পেশাল’ অমিতাভ

তুরুপের তাস হাতছাড়া করতে চাইছেন না পরিচালক আর বালকি। ভারতীয় সেলুলয়েডের ছ’ফুট দীর্ঘ মানুষটি যখনই তাঁর পরিচালনায় পর্দায় এসেছেন, তখনই ব্যতিক্রমী কিছু একটা পেয়েছেন দর্শকরা। তাই পরের ছবিতে মূল চরিত্রে না-রাখলেও, বিশেষ একটি চরিত্রে অমিতাভ বচ্চনকে রাখছেন বালকি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ জুলাই ২০১৫ ০০:০০
Share:

তুরুপের তাস হাতছাড়া করতে চাইছেন না পরিচালক আর বালকি। ভারতীয় সেলুলয়েডের ছ’ফুট দীর্ঘ মানুষটি যখনই তাঁর পরিচালনায় পর্দায় এসেছেন, তখনই ব্যতিক্রমী কিছু একটা পেয়েছেন দর্শকরা। তাই পরের ছবিতে মূল চরিত্রে না-রাখলেও, বিশেষ একটি চরিত্রে অমিতাভ বচ্চনকে রাখছেন বালকি। তাঁর কথায়, এটি অমিতাভের ‘ভেরি স্পেশাল অ্যাপিয়ারেন্স’। ছবিটির নামকরণ এখনও চূড়ান্ত হয়নি। তবে মূল চরিত্রে থাকছেন করিনা কপূর খান এবং অর্জুন কপূর।

Advertisement

কিন্তু কতটা গুরুত্বপূর্ণ অমিতাভের চরিত্র ? বালকি বলছেন, এই চরিত্রটি ছাড়া পুরো ছবিটিই অর্থহীন। বালকি নিজে বিগ-বি’র একনিষ্ঠ ভক্ত। ‘চিনি কম’, ‘পা’ বা ‘শামিতাভ’-এর মতো ছবিতে অমিতাভকে নিয়ে চমকে দিয়েছেন তিনি। ছবিগুলি হয়তো সে ভাবে বাণিজ্যের মুখ দেখেনি। কিন্তু ব্যতিক্রমী চিন্তাভাবনার জন্য এক শ্রেণির দর্শক এবং সমালোচকদের বাহবা কুড়িয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement