Salman Khan

সলমনের মাথায় হাত! ‘সিকন্দর’-এর মতো ‘ব্যাটল অফ গলওয়ান’ ছবিও ফাঁস হয়ে গেল? আসল ঘটনা কী?

গত ২৭ ডিসেম্বর অর্থাৎ সলমনের ৬০ বছরের জন্মদিনে ছবির একটি ঝলক প্রকাশ্যে এসেছে। তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছেন সলমন। এ বার সমাজমাধ্যমে আরও একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৬ ১৭:৩০
Share:

সলমনের ছবি কি ফের বিপাকে? ছবি: সংগৃহীত।

গত বছর মুক্তি পেয়েছিল সলমন খানের ছবির ‘সিকন্দর’। ছবিমুক্তির সঙ্গে সঙ্গে তা সমাজমাধ্যমে ফাঁস হয়ে গিয়েছিল। এর প্রভাব পড়েছিল সরাসরি ছবির বক্সঅফিসে। সেই একই ঘটনার পুনরাবৃত্তি ‘ব্যাটল অফ গলওয়ান’-এর ক্ষেত্রেও? সমাজমাধ্যমে কি সত্যিই ছবিমুক্তির আগেই ছবির একটি বিশেষ দৃশ্য ফাঁস হয়ে গেল?

Advertisement

গত ২৭ ডিসেম্বর অর্থাৎ সলমনের ৬০ বছরের জন্মদিনে ছবির একটি ঝলক প্রকাশ্যে এসেছে। তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছেন সলমন। এ বার সমাজমাধ্যমে আরও একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, চিনের সেনার বিরুদ্ধে একাই লড়াই করছেন সলমন। তাঁর চেহারা রক্তাক্ত। আবহে শোনা যাচ্ছে সলমনেরই কণ্ঠ। সত্যিই কি এই ভিডিয়ো এই ছবির? এক নেটাগরিক এই ভিডিয়ো পোস্ট করতেই তা ছড়িয়ে পড়ে। তবে সত্য ঘটনা অন্য। এই ভিডিয়ো তৈরি হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে। ছবির কোনও দৃশ্য ফাঁস হয়নি সমাজমাধ্যমে। তবে সত্যিটা না জেনেই আঁতকে উঠেছেন সলমনের অনুরাগীরা।

‘ব্যাটল অফ গলওয়ান’ ছবি পরিচালনা করেছেন অপূর্ব লখিয়া। সত্য ঘটনার ভিত্তিতে তৈরি এই ছবি। ২০২০ সালে লাদাখের গলওয়ান উপত্যকায় চিনের সেনাদের মোকাবিলা করেছিল ভারতীয় সেনা। ওই সংঘর্ষে মৃত্যু হয়েছিল ২০ জন ভারতীয় সেনার এবং বেশ কিছু চিনা সেনার। সেই ঘটনা ধরা পড়বে ছবিতে।

Advertisement

এই ছবিতে নাকি সলমনকেও এমন রূপে দেখা যাবে, যেমন তাঁকে আগে কখনও দর্শক দেখেননি। চলতি বছরের শুরুতে মুক্তি পেয়েছিল ‘সিকন্দর’। তবে সেই ছবি মুখ থুবড়ে পড়েছিল বক্সঅফিসে। পাশাপাশি লরেন্স বিশ্নোইয়ের হুমকি তাড়া করে বেড়িয়েছিল তাঁকে। তার মধ্যেই কাজ করেছেন তিনি ‘ব্যাটল অফ গলওয়ান’ ছবির জন্য। তাই সলমনের অনুরাগীরা রয়েছেন অপেক্ষায়। তাঁদের প্রত্যাশা, পর পর বেশ কয়েকটি ছবি অসফল হওয়ার পরে সলমন হয়তো এই ছবিতে বড়সড় ‘কামব্যাক’ করবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement