Smriti Mandhana and Palash Muchhal wedding

অনুষ্ঠানে আচমকা অসুস্থ স্মৃতি মন্ধানার বাবা! পিছিয়ে গেল ক্রিকেটতারকার বিয়ে

রবিবার বিকেলেই চার হাত এক হওয়ার কথা। এর মাঝেই বিয়ের আসরে হঠাৎ হাজির একটি অ্যাম্বুল্যান্স।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ ১৬:২৭
Share:

স্মৃতি ও পলাশের বিয়ের আসরে হঠাৎ অসুস্থ ক্রিকেটারের বাবা। ছবি: সংগৃহীত।

বিয়ের আসরে বড় অঘটন। মহারাষ্ট্রের সাঙ্গলীতে বসেছে স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছলের বিয়ের আসর। খুব ঘনিষ্ঠ পরিজনদের মধ্যে বিয়ে করছেন তাঁরা। রবিবার বিকেলেই চার হাত এক হওয়ার কথা। এর মাঝেই বিয়ের আসরে হঠাৎ হাজির একটি অ্যাম্বুল্যান্স।

Advertisement

প্রথমে শোনা যায়, উপস্থিত অতিথিদের মধ্যে একজন হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন। তিনি নাকি হৃদ্‌রোগে আক্রান্ত। তাই অ্যাম্বুল্যান্স আনা হয়। কিছু ক্ষণের মধ্যেই জানা যায়, স্মৃতির বাবাই হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন। এই ঘটনার জেরে বিয়ে পিছিয়ে যাচ্ছে বলে জানা যাচ্ছে।

স্মৃতি মন্ধানার আপ্তসহায়ক তুহিন মিশ্র জানিয়েছেন, হঠাৎই অসুস্থ বোধ করতে শুরু করেন ক্রিকেটতারকার বাবা। তুহিন সংবাদমাধ্যমকে বলেছেন, “সকাল থেকেই শরীর ভাল ছিল না স্মৃতির বাবার। স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। নানা রকমের পরীক্ষানিরীক্ষা করা হচ্ছে। আপাতত চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।”

Advertisement

বাবার শারীরিক অবস্থা দেখে বিয়ে পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি। বিবাহবাসরের বর্তমান পরিস্থিতি নিয়ে তুহিন বলেছেন, “মন্ধানা খুব দৃঢ় ভাবে সিদ্ধান্ত নিয়েছে। এই পরিস্থিতিতে ও বিয়ে করতে চায় না। তাই এই অবস্থায় বিয়ে পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ও।”

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে স্মৃতি ও পলাশের পরিবার মেতে ছিল প্রাক্‌বিবাহ অনুষ্ঠানে। এক এক করে হয়েছিল গায়েহলুদ, মেহেন্দি ও সঙ্গীত অনুষ্ঠান। রবিবার বিকেলেই ছিল বিয়ের লগ্ন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement