Salman Khan-Shah Rukh Khan

‘বড় রোগে আক্রান্ত সলমন’, দিন ফুরিয়ে আসছে শাহরুখেরও! ভবিষ্যদ্বাণী করে বিপাকে জ্যোতিষী

বলিউডের এই দুই তারকাকে নিয়ে এ বার বিস্ফোরক মন্তব্য করলেন এক জ্যোতিষী। জ্যোতিষ নিরীক্ষার মাধ্যমে এক ব্যক্তি জানালেন পৃথিবীতে শাহরুখ ও সলমনের শেষ দিন কবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৫ ১৪:৪৩
Share:

শাহরুখ-সলমনকে নিয়ে মন্তব্য করে বিপাকে জ্যোতিষী। ছবি: সংগৃহীত।

শাহরুখ খান ও সলমন খান— এই দুই নামের আগে বিশেষণের প্রয়োজন পড়ে না। দু’জনেরই অনুরাগীর সংখ্যা গুনে শেষ করা যায় না। দুই তারকাকেই এক ঝলক দেখার জন্য দেশ বিদেশের অনুরাগীরা অপেক্ষা করে থাকেন। বলিউডের এই দুই তারকাকে নিয়ে এ বার বিস্ফোরক মন্তব্য করলেন এক জ্যোতিষী। তিনি জানালেন পৃথিবীতে শাহরুখ ও সলমনের শেষ দিন কবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিস্ফোরক দাবি করেছেন জ্যোতিষী সুশীল কুমার সিংহ। তার পর থেকে তাঁর দিকে ধেয়ে এসেছে কটাক্ষ।

Advertisement

২০২৫ সাল শাহরুখ ও সলমনের জন্য কেমন, তা নিয়ে প্রথমে আলোচনা করেন তিনি। তাঁর কথায়, “শাহরুখ খানের সময়টা ঠিকই যাচ্ছে। কিন্তু সলমনের খারাপ সময় চলছে বেশ কিছু দিন ধরে। ২০২৫, ২০২৬ ও ২০২৭ সাল খারাপ যাবে সলমনের।” এর পরেই তিনি দাবি করেন, খুব শীঘ্রই নাকি সলমন বড় অসুখে আক্রান্ত হবেন।

সুশীল কোষ্ঠী বিচার করে শাহরুখ ও সলমনের একটি মিলও খুঁজে বার করেছেন। তিনি বলেছেন, “সলমনের খুব জটিল রোগ ধরা পড়বে শীঘ্রই। এই রোগের নাম নেওয়া যায় না। তবে দু’জনের একটি মিল রয়েছে। একই সালে শাহরুখ ও সলমনের মৃত্যু হবে। ৬৭ বছরে ওঁরা দু’জন পৃথিবীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন।”

Advertisement

এখানেই শেষ নয়। সুশীল কুমারের দাবি, সলমন ইতিমধ্যেই মারণ রোগে আক্রান্ত। সেই রোগ শুধু ধরা পড়ার অপেক্ষায়। তবে এই রোগ সারবে না। জীবনের শেষের দিনগুলি নাকি তাঁর খুব কষ্টে কাটবে। জ্যোতিষীর মন্তব্যে বেজায় চটেছেন সলমন ও শাহরুখের অনুরাগীরা। তাঁদের দাবি, কোনও ভাল জ্যোতিষী কারও মৃত্যু দিন প্রকাশ করেন না। মৃত্যু দিন প্রকাশ করা জ্যোতিষ শাস্ত্রে অনৈতিক বলে দাবি তাঁদের। অনুরাগীরা ইতিমধ্যেই দুই তারকার জন্য প্রার্থনা শুরু করে দিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement