Entertainment News

‘টরেন্টো আমার বাড়ি’, পুরনো ভিডিয়োর জেরে ট্রোলড অক্ষয়

অক্ষয় কি কানাডার নাগরিক? সে কারণেই কি চলতি লোকসভা নির্বাচনে ভোট দিতে পারলেন না? এ নিয়ে কয়েক দিন ধরেই জলঘোলা চলছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৪ মে ২০১৯ ১৭:৩২
Share:

অক্ষয় কুমার।

কোনও এককালে বলেছিলেন, ‘টরেন্টো আমার বাড়ি’। ভোটের বাজারে সেই পুরনো বক্তব্যের জেরেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার অক্ষয় কুমার

Advertisement

অক্ষয় কি কানাডার নাগরিক? সে কারণেই কি চলতি লোকসভা নির্বাচনে ভোট দিতে পারলেন না? এ নিয়ে কয়েক দিন ধরেই জলঘোলা চলছে। তার মধ্যে সংবাদ সংস্থার হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ‘অরাজনৈতিক’ সাক্ষাত্কারও নিয়েছেন অভিনেতা। তাঁর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠায় তোপের মুখে পড়েছেন তিনি।

যদিও এ বিষয়ে সমস্ত প্রশ্নের পরিষ্কার জবাব দিয়েছেন অক্ষয়। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, তাঁর কানাডার পাসপোর্ট রয়েছে, এ কথা ঠিক। কিন্তু গত সাত বছরে তিনি সে দেশে যাননি। ভারতের প্রতি আলাদা করে ভালবাসা প্রকাশের কোনও তাগিদও অনুভব করেননি। তাঁর কথায়, ‘‘আমার কানাডার পাসপোর্ট রয়েছে। এ কথা কখনও লুকোইনি। তা হলে অপ্রয়োজনীয় বিতর্ক কেন হচ্ছে? খুবই দুর্ভাগ্যজনক। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত, আইনি, অরাজনৈতিক এবং অন্য কারও মাথা না ঘামানোর মতো বিষয়।’’

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

অক্ষয় সোশ্যাল মিডিয়ায় এই বক্তব্য শেয়ার করার পরই ভাইরাল হয়েছে তাঁর পুরনো বক্তব্যের ভিডিয়ো। যেখানে তিনি বলেছিলেন, ‘টরেন্টোই আমার বাড়ি। ইন্ডাস্ট্রি থেকে অবসর নেওয়ার পর আমি সেখানে গিয়েই থাকব।’’ এই ভিডিয়ো দেখে নতুন করে অক্ষয়কে ‘মিথ্যেবাদী’, ‘ভুয়ো জাতীয়তাবাদী’ বলে ট্রোল করছেন সোশ্যাল অডিয়েন্সের একটা বড় অংশ। ট্রোলিংয়ের কোনও জবাব দেননি অভিনেতা। কিন্তু এ নিয়ে মুম্বইতে তাঁকে সাংবাদিকরা সরাসরি প্রশ্ন করলে তিনি এড়িয়ে যান বলে খবর।

আরও পড়ুন, বয়ফ্রেন্ড আছে? মাধ্যমিক পরীক্ষার্থী ‘মিনু’ বলল…

(শাহরুখ, আমির, সলমান না অক্ষয়। কে করছেন বক্স অফিসে রাজ? দেখে নিন আমাদের বিনোদন বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন