Ananya Guha Sukanta Kundu

বয়সে বড় প্রেমিক চান বিয়ে করতে, তাই কি একুশেই ছাঁদনাতলায় অনন্যা! ফাঁস করলেন অভিনেত্রী

জেন জ়ি প্রজন্মের হয়ে ২১ বছরে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। কেমন চলছে অনন্যা-সুকান্তের বিয়ের প্রস্তুতি?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মে ২০২৫ ১৮:৫১
Share:

(বাঁ দিকে) সুকান্ত কুণ্ডু (ডান দিকে) অনন্যা গুহ। ছবি: সংগৃহীত।

তিনি জেন জ়ি প্রজন্মের মেয়ে। পেশায় অভিনেত্রী। বয়স মাত্র ২১। এখনও কলেজ শেষ হয়নি, তৃতীয় বর্ষের ছাত্রী। যদিও এই অল্প বয়সেই খ্যাতি যশ সবই পেয়েছেন। নেটপ্রভাবী হিসেবে নিজস্ব পরিচিতি রয়েছে তাঁর, বাংলা ধারাবাহিকের পরিচিত খলনায়িকা তিনি। চলতি বছর ফেব্রুয়ারি মাসে প্রেমিক সুকান্ত কুণ্ডুর সঙ্গে আংটিবদল সারেন অনন্যা। আগামী বছর শুরুতেই বিয়ে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি।

Advertisement

বিয়ে নিয়ে কী পরিকল্পনা? বিয়ের পর কলকাতা ছেড়ে কি পাকাপাকি ভাবে মালদা চলে যাবেন অনন্যা? এত অল্প বয়সে বিয়ের মতো সিদ্ধান্তে আদৌ কি ভয় লাগছে? আনন্দবাজার ডট কমকে জানালেন অভিনেত্রী।

এই প্রজন্মের ছেলেমেয়েদের দুর্নাম রয়েছে স্থায়ী সম্পর্কে থাকতে চান না তাঁরা। বিয়েতেই নাকি তাঁদের ভয়। এই প্রজন্মের ছেলেমেয়েরা ভাল ভাবে সব দিক বিবেচনা না করে কোনও সিদ্ধান্ত নিতে চান না। সে দিক থেকে অনন্যা কি আলাদা! মাত্র ২১ বছর বয়সে বিয়ে করছেন? প্রশ্ন করতেই অনন্যা বললেন, ‘‘না, আমি আমার চারপাশে সব সময় সফল দাম্পত্যজীবন দেখেছি। সে আমার মা-বাবা হোক কিংবা দিদি-জামাইবাবু। আর আমার সুকান্তই তো প্রথম সম্পর্ক নয়, আগেও সম্পর্কে জড়িয়েছি। তবে সুকান্তের সঙ্গে দেখা হওয়ার অল্প দিনের মধ্যে বুঝে গিয়েছিলাম যে এই মানুষটার সঙ্গে সারাজীবন হেসে খেলে আর কিছু না হোক বন্ধু হয়ে কাটিয়ে দিতে পারব।’’

Advertisement

দিদি অলকানন্দাই ঘটকালি করেছিলেন। যদিও শুরুর দিকে যে সুকান্তকে খুব একটা পছন্দ করতেন, তেমনটা নয় বরং ভাবতেন বড্ড জাহির করার স্বভাব ছেলেটার। তবে অভয় দেন সুকান্ত। অনন্যা বলেন, ‘‘সুকান্ত আমার থেকে অনেকটাই বড়। ও এমন এক জন মানুষ যে জানে জীবনে কী করতে চায়। যেটা এই প্রজন্মের ছেলেদের মধ্যে দেখা যায় না।” অনন্যা জানিয়েছেন, তাঁর প্রেমিক প্রথমেই বলে দিয়েছিলেন, তিনি বিয়ে করতে চান, শুধু ঘুরে বেড়াতে নয়। অনন্যা নিজেও এমন সম্পর্কে বিশ্বাসী নন, যার পরিণতি নেই।

কিন্তু অনন্যার পেশা অভিনয়। অন্য দিকে তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত সুকান্ত। এক জনের বাড়ি মালদহ, অন্য জনের কল্যাণী। কী ভাবে সামলাবেন সব কিছু? অনন্যা জানান, কল্যাণী থেকেই বিয়ে হবে তাঁদের। তার পর সেখান থেকে সোজা চলে যাবেন মালদহ। থাকবেন কিছু দিন। বৌভাতের অনুষ্ঠান হবে মালদহে। বিয়েতে কেমন সাজবেন, তা-ও স্থির করে ফেলেছেন অনন্যা। সাবেক সাজে বিয়ে করলেও প্রীতিভোজের সাজে থাকবে চমক। সেই রহস্য এখনই ফাঁস করতে চান না অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement