Entertainment News

টাইগার ভাল চুমু খায়, বলছেন অনন্যা!

সাক্ষাত্কার দিতে বসে টাইগার প্রশ্ন করেন, ‘আমি কিসে সেরা?’ তার পর নিজেই উত্তর দেন, ‘আমি চুমু খাওয়ায় সেরা’। তাঁর সেই বক্তব্যকে সমর্থন করেছেন অনন্যা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ মে ২০১৯ ১১:৫৩
Share:

ছবির দৃশ্যে অনন্যা এবং টাইগার।

বলিউডের স্টার কিডদের মধ্যে অনন্যা পাণ্ডে এখন প্রথম সারির নাম। চাঙ্কি পাণ্ডের মেয়ে ইতিমধ্যেই নিজস্ব ফ্যান বেস তৈরি করেছেন। সামনেই মুক্তি পাবে তাঁর ডেবিউ ছবি ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু’। এই ছবিতে জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অনন্যা। সদ্য এক সাক্ষাত্কারে অভিনেত্রী স্বীকার করে নিলেন, তাঁর সহ অভিনেতা নাকি সবচেয়ে ভাল চুমু খান!

Advertisement

সাক্ষাত্কার দিতে বসে টাইগার প্রশ্ন করেন, ‘আমি কিসে সেরা?’ তার পর নিজেই উত্তর দেন, ‘আমি চুমু খাওয়ায় সেরা’। তাঁর সেই বক্তব্যকে সমর্থন করেছেন অনন্যা।

এই ছবিতে চিত্রনাট্যের প্রয়োজনে টাইগার এবং অনন্যার চুমুর দৃশ্য রয়েছে। অনন্যা জানিয়েছেন, এই প্রথম তিনি কোনও সহ অভিনেতাকে চুমু খেলেন। ফলে এটাই যে সেরা, সে মন্তব্য তিনি করতে নারাজ। আপাতত কর্ণ জোহরের প্রযোজনায় পুনিত মলহোত্রর পরিচালনায় ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু’ ছবিতে নতুন জুটিকে দেখার অপেক্ষায় রয়েছে সিনে মহল।

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

আরও পড়ুন, অজয় নন, অন্য এক বলি নায়ককে ভালবাসতেন কাজল!

(সিনেমার প্রথম ঝলক থেকে টাটকা ফিল্ম সমালোচনা - রুপোলি পর্দার বাছাই করা বাংলা খবর জানতে পড়ুন আমাদের বিনোদনের সব খবর বিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement