Ananya Panday's rumoured boyfriend

অনন্যার প্রেমিক নাকি কুমিরের মতো! ছবি দিয়ে কোন বার্তা দিলেন চাঙ্কি-কন্যা?

পশুপ্রেমী ওয়াকারের সঙ্গে গত বছর থেকেই ঘনিষ্ঠতা বেড়েছে অনন্যার। চর্চিত প্রেমিকের জন্মদিনে বিশেষ বার্তা দিলেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১৩
Share:

অনন্যা পাণ্ডে-ওয়াকার ব্ল্যাঙ্কো। ছবি: সংগৃহীত।

আদিত্য রায় কপূরের সঙ্গে বিচ্ছেদের দুঃখ ভুলে নতুন সম্পর্কে পা দিয়েছেন অনন্যা পাণ্ডে। অভিনেত্রীর বর্তমান প্রেমিক প্রাক্তন মডেল ওয়াকার ব্ল্যাঙ্কো। অম্বানীদের বাড়ির বেতনভুক কর্মচারীও বটে। অনন্ত অম্বানীর সাধের তৈরি ভন্তরার রক্ষণাবেক্ষণের একটা বড় দায়িত্ব রয়েছে তাঁর উপর। পশুপ্রেমী ওয়াকারের সঙ্গে গত বছর থেকেই ঘনিষ্ঠতা বেড়েছে অনন্যার। চর্চিত প্রেমিকের জন্মদিনে অনন্যা দিলেন বিশেষ বার্তা।

Advertisement

পেশা ও ব্যক্তিগত জীবনের কারণে বার বার চর্চায় চাঙ্কি-কন্যা। অনন্যার এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে বলেছিলেন, “ক্রুজ় পার্টিতে অনন্যার সঙ্গে ওয়াকারের প্রথম দেখা। ওঁদের পরস্পরকে ভাল লেগেছে। বর্তমানে দু’জন পরস্পরকে জানার চেষ্টা করছেন। দু’জনের মধ্যে ভাল বন্ধুত্বও তৈরি হয়েছে। ওয়াকার জামনগরেই থাকেন। অম্বানীদের ‘ভন্তারা অ্যানিম্যাল পার্ক’-এ কর্মরত তিনি।”

যদিও অনন্তের বিয়েতে অনন্যা ও হার্দিককে নিয়েও গুঞ্জন শুরু হয়। কিন্তু সেই বিয়ের অনুষ্ঠানে ওয়াকারকেই নাকি নিজের সঙ্গীর তকমা দিয়েছিলেন অনন্যা পাণ্ডে। এমনকী তাঁর নামের আদ্যক্ষরের লকেট পরে ঘুরছেন অভিনেত্রী। এ বার অনন্যা প্রেমিকের জন্মদিনে কুমিরের ছবি দিয়ে বোঝালেন তাঁর স্বভাব। লিখলেন, ‘‘শুভ জন্মদিন ওয়াকার ব্ল্যাঙ্কো।’’ এর বেশি কিছু না লিখলেও কুমিরের ছবি দিয়ে খানিকটা স্পষ্ট করেন, প্রেমিক তাঁর কেমন মানুষ!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement