কাবুলের কিশোরীকে নিয়ে ছবি করছেন অ্যাঞ্জেলিনা

ডেবরা এলিসের বিখ্যাত উপন্যাস ‘দ্য ব্রেড উইনার’ অবলম্বনে তৈরি হচ্ছে একটি অ্যানিমেশন ছবি। উপন্যাসের নামেই ছবির নাম রাখা হয়েছে। ছবিটি প্রযোজনা করছেন অ্যাঞ্জেলিনা জোলি। কাবুলের এক কিশোরীর জীবন ও লড়াই নিয়ে এই গল্প।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৫ ০০:৩৭
Share:

ডেবরা এলিসের বিখ্যাত উপন্যাস ‘দ্য ব্রেড উইনার’ অবলম্বনে তৈরি হচ্ছে একটি অ্যানিমেশন ছবি। উপন্যাসের নামেই ছবির নাম রাখা হয়েছে। ছবিটি প্রযোজনা করছেন অ্যাঞ্জেলিনা জোলি। কাবুলের এক কিশোরীর জীবন ও লড়াই নিয়ে এই গল্প। ২০০০ সালে প্রকাশিত হওয়ার পর থেকেই জোলির পছন্দের তালিকায় ছিল লেখাটি। এই ধরনের গল্প নিয়ে নতুন কিছু করার কথা বহু দিন ধরেই ভাবছিলেন অ্যাঞ্জেলিনা। তিনি জানান, তালিবান অধ্যুষিত এলাকায় মেয়েদের জীবনযাত্রা গোটা পৃথিবীর কাছে তুলে ধরার জন্যই এই ছবি।

Advertisement

ব্র্যাড-পত্নী আরও জানান, ছবির কাজ শুরু করতে পেরে মানসিক ভাবে তিনি খুব স্বস্তি পেয়েছেন। ছবির চিত্রনাট্য লিখেছেন অনিতা দোরোন। ২০১৭-য় মুক্তি পেতে চলেছে ‘দ্য ব্রেড উইনার’। ছবির পরিচালনার দায়িত্বে থাকবেন আইরিশ অ্যানিমেটর নোরা টুমে। ইংরাজি এবং আফগানি— দুই ভাষাতেই মুক্তি পাবে ছবিটি ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement