এক দো তিন

মাধুরীর এক সময়ের মহাখ্যাত সেই নায়ক এলেন আনন্দplus-দফতরে। সীমানা বিস্তৃত করে আজ তিনি হলিউডেরও তারকা। অনিল কপূর! সঙ্গে নিয়ে এলেন জেনারেশন ওয়াই-এর দুই ঝকঝকে তারাকে। ফারহান আখতার। রণবীর সিংহ।

Advertisement
শেষ আপডেট: ২৫ মে ২০১৫ ০০:০১
Share:

মাধুরীর এক সময়ের মহাখ্যাত সেই নায়ক এলেন আনন্দplus-দফতরে। সীমানা বিস্তৃত করে আজ তিনি হলিউডেরও তারকা। অনিল কপূর!

Advertisement

সঙ্গে নিয়ে এলেন জেনারেশন ওয়াই-এর দুই ঝকঝকে তারাকে।

ফারহান আখতার। রণবীর সিংহ।

Advertisement

আনন্দplus-এর পাতায় নিজের ইন্টারভিউ দেখছেন রণবীর।

বেকড রসগোল্লায় মজে ফারহান।

ছবি: সুব্রত কুমার মণ্ডল, কৌশিক সরকার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement