Anindita bose

প্রত্যেকটা দিনই জড়িয়ে ধরার দিন, প্রেমের মুডে অনিন্দিতা

কলকাতায় লিভ-ইন করছেন সৌরভ ও অনিন্দিতা। দুই পরিবারের মধ্যেও সুসম্পর্ক রয়েছে।

Advertisement

নিজস্ব সংবদদাতা

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২০ ১৬:০৭
Share:

সৌরভ দাস ও অনিন্দিতা বসু।

‘প্রতিটা দিন জড়িয়ে ধরার দিন’। সকাল সকাল প্রেমের মুডে অভিনেত্রী অনিন্দিতা বসু। সৌরভকে জড়িয়ে ধরে ছবি তুললেন অভিনেত্রী। সাদা কালো ছবিতে যুগলের আদরের রঙ ফুটে উঠেছে। অভিনেতা সৌরভ দাস ও অভিনেত্রী অনিন্দিতা বসু কখনওই তাঁদের সম্পর্ক নিয়ে লুকোচুরি করেননি। সোজা সাপ্টা বলে দিয়েছেন মনের কথা। সোশ্যাল মিডিয়ায় তাঁদের প্রেমের ছবি ভর্তি।

Advertisement

ছবিতে দেখা যাচ্ছে, অনিন্দিতা দু’হাত দিয়ে জড়িয়ে রয়েছেন সৌরভকে। ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন দু’জনেই। ক্যাপশনে লেখা, ‘হাগ ডে এভরি ডে।’ ছবির কমেন্টে লাভ ও চুমুর ইমোজি দিয়ে প্রেম বিনিময় করলেন সৌরভ দাস।

অনিন্দিতার পরিবার থাকেন মুম্বইতে। সৌরভের পরিবার কলকাতায়। কলকাতায় লিভ-ইন করছেন সৌরভ ও অনিন্দিতা। দুই পরিবারের মধ্যেও সুসম্পর্ক রয়েছে। গৌরব চট্টোপাধ্যায় ও দেবলীনা কুমারের বিয়ে হল সদ্য। অনেকেই সেই প্রসঙ্গে অনিন্দিতাকে বিয়ের বিষয়ে প্রশ্ন করেছেন। অনিন্দিতা জানিয়েছেন, ‘লিভ-ইনে রয়েছি আমরা। নতুন ফ্ল্যাট কিনেছি। গুছিয়ে থাকছি। এখনই বিয়ে নিয়ে ভাবব না।’

Advertisement

A post shared by Anindita Bose (@aninditaa_bose)

আরও পড়ুন: ঘণ্টাখানেক স্তব্ধ নেটফ্লিক্স, অসন্তুষ্ট দর্শক

আরও পড়ুন: রাত আর চাঁদকে মিলিয়ে দিয়ে দেবলীনাকে কোলে তুলে নিলেন গৌরব

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement