Anindya Chatterjee

Sreema Bhattacharya-Anindya Chatterjee: কালিতে কালো অনিন্দ্যর মুখ, ভালবেসে গালে গাল ঘষতেই শ্রীমার মুখও কালো

 ধারাবাহিক ‘গাঁটছড়া’য় রাহুল-দ্যুতি হিসেবে দু’জনে যাবতীয় কুকর্ম তো সারছেনই। পর্দার বাইরেও দুষ্টুমিতে মাতিয়ে রাখছেন ভি লাইন স্টুডিয়োর সেট! কী ভাবে? ইতিমধ্যেই অনিন্দ্যর কালিমাখা মুখ ভাইরাল! অনুরাগীরা তাঁকে দেখে চমকে ওঠার আগেই সেই কালি শ্রীমার গালেও! 
 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মে ২০২২ ১৮:০৪
Share:

শ্রীমা আর অনিন্দ্য এখন হরিহর-আত্মা।

অনিন্দ্য চট্টোপাধ্যায় আর শ্রীমা ভট্টাচার্য এখন হরিহর আত্মা। ধারাবাহিক ‘গাঁটছড়া’য় রাহুল-দ্যুতি হিসেবে যাবতীয় কুকর্ম তো সারছেনই। পর্দার বাইরেও দুষ্টুমিতে মাতিয়ে রাখছেন ভি লাইন স্টুডিয়োর সেট! কী ভাবে? ইতিমধ্যেই অনিন্দ্যর কালিমাখা মুখ ভাইরাল! অনুরাগীরা তাঁকে দেখে চমকে ওঠার আগেই সেই কালি শ্রীমার গালেও!

চিত্রনাট্য অনুযায়ী, দাদা ঋদ্ধিমানের অনুষ্ঠান পণ্ড করতে কালির বালতি নিয়ে হাজির হয়েছিল রাহুল। ধরা পড়তেই সেই কালি তার মুখে-চোখে মাখিয়েছেন পর্দার বৌদি শোলাঙ্কি রায় ওরফে খড়ি। সেই সাজেই রিল বানিয়েছেন অনিন্দ্য।

Advertisement

ভিডিয়োয় মনের সুখে গানের তালে নেচেছেন তিনি। সারা মুখের মতোই অনিন্দ্যর পোশাকও কুচকুচে কালো। এ দিকে ধবধবে সাদা পোশাকে ক্যামেরার মুখোমুখি ঋদ্ধি ওরফে গৌরব চট্টোপাধ্যায়। অনিন্দ্যর মুখোমুখি দাঁড়িয়েই যেন ভারী মজা পেয়েছেন তিনি। সেই কৌতুক ব্যঙ্গ হয়ে ঝরেছে তাঁর হাসিতে! অনিন্দ্যর যেন লাজলজ্জা নেই! তিনিও তাল মিলিয়ে হাসছেন হা হা করে।

সেটে দুষ্টুমি করেও যেন আশা মেটেনি ধারাবাহিকের রাহুলের! চুপিচুপি পৌঁছে গিয়েছেন রূপটান ঘরের বাইরে। পর্দার স্ত্রী ঘরের বাইরে বেরোতেই সোহাগে-আদরে জড়িয়ে ধরেছেন তাঁকে। ভালবেসে গালে গাল ঘষতেই চিত্তির। শ্রীমার ফর্সা টুকটুকে মুখ নিমেষে কালো। সঙ্গে সঙ্গে মন্তব্য বাক্সে অনুরাগীদের দাবি, ‘এই বেশ ভাল!’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement