Ankita Lokhande

রিয়া মিথ্যা বলছে, আমার সঙ্গে সুশান্তের কোনও যোগাযোগ ছিল না: অঙ্কিতা

‘‘শুরুতেই জানাই, ২০১৬-র ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত আমি আর সুশান্ত এক সঙ্গে ছিলাম। তখন তাঁর কোনও অবসাদের অবস্থা ছিল না। কোনও মনোরোগ বিশেষজ্ঞকেও দেখায়নি। ও একেবারে ঠিকঠাক ছিল।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২০ ০৯:৪৯
Share:

সুশান্তের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে ফের মুখ খুললেন অঙ্কিতা লোখান্ডে। ফাইল চিত্র।

সুশান্তের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে ফের মুখ খুললেন অঙ্কিতা লোখান্ডে। বৃহস্পতিবার রাতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেছেন তিনি। সেই পোস্টে বিচ্ছেদের পর নিজের প্রাক্তন প্রেমিক সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ ছিল না বলে দাবি করেছেন অঙ্কিতা। তাঁর সঙ্গে সুশান্তের যোগাযোগ ছিল বলে রিয়ার দাবি নস্যাৎ করেছেন তিনি।

Advertisement

সেই পোস্টে অনেক কথাই জানিয়েছেন অঙ্কিতা। লিখেছেন, ‘‘শুরুতেই জানাই, ২০১৬-র ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত আমি আর সুশান্ত এক সঙ্গে ছিলাম। তখন তাঁর কোনও অবসাদের অবস্থা ছিল না। কোনও মনোরোগ বিশেষজ্ঞকেও দেখায়নি। ও একেবারে ঠিকঠাক ছিল।’’

এর পরই সুশান্তের সঙ্গে তাঁর যোগাযোগ থাকা না থাকার বিষয়টি তুলে ধরেছেন তিনি। ইনস্টাতে লিখেছেন, ‘‘বিচ্ছেদের পর সুশান্ত ও আমার মধ্যে যোগাযোগ রয়েছে, এ কথা আমি কখনও বলিনি। ‘মনিকর্নিকা’র শুটিং চলার সময় আমার একটি পোস্টারে মন্তব্য করেছিল সুশান্ত। শুভকামনা জানিয়েছিল। আমি সেই মন্তব্যের জবাব দিয়েছিলাম। তাই ফোনে আমাদের কথা হত বলে রিয়ার করা দাবি ঠিক নয়।’’

Advertisement

এর পরই সুশান্তের সঙ্গে তাঁর সম্পর্কের দিনগুলিতে আলোকপাত করেছেন ‘মনিকর্নিকা’র অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘‘আমি আগেও বলেছি, সুশান্ত ও আমার যখন সম্পর্ক ছিল, তখন সে কোনও রকম অবসাদে ছিল না। আমরা এক সঙ্গে স্বপ্ন দেখতাম, একে অপরের সাফল্য কামনা করতাম।’’ রিয়াকে নিয়েও সেই পোস্টে নিজের মত জানিয়েছেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা। লিখেছেন, ‘‘আমি পরিষ্কার করে জানাতে চাই, কেউ যদি আমাকে রিয়ার সম্পর্কে প্রশ্ন করে, তা হলে আমি সৎ উত্তর দেব। আমি সত্যিই রিয়া ও তাঁদের সম্পর্কের ব্যাপারে কিছু জানি না। আমি তাঁদের সম্পর্কের ব্যাপারে মাথাও ঘামাই না। কিন্তু আমি মাথা ঘামাই, কেউ যখন জীবন হারায়। তাই আমরা যখন এক সঙ্গে ছিলাম সে ব্যাপারে কেউ কিছু জানতে চাইলে আমি সত্যি কথাই বলবো।’’

আরও পড়ুন: আমি আর সুশান্ত স্বামী-স্ত্রীর মতো থাকতাম, আমাদের জন্য ও কেন খরচ করবে না: রিয়া

সুশান্ত মৃত্যু রহস্যে নিজের অবস্থানও স্পষ্ট করেছেন অঙ্কিতা। তিনি লিখেছেন, ‘‘সুশান্তের পরিবারের অভিযোগ নিয়ে আমার মতামত খুবই স্পষ্ট। আমি সুশান্তের পরিবারের পক্ষে রয়েছি। রিয়ার পক্ষে নয়। আমি সত্যের দিকেই থাকব। সুশান্তের পরিবারের মতে, যারা সুশান্তকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে রিয়া তাদের মধ্যে অন্যতম। এর পক্ষে বেশ কিছু প্রমাণও আছে, সেগুলিকে আমি অগ্রাহ্য করতে পারি না। সুশান্তের পরিবারের কথা শুনেছি, তাঁদের পক্ষে রয়েছি ও শেষ অবধি থাকব।’’

আরও পড়ুন: ‘বাবাকে অত্যাচার, নিরাপত্তারক্ষীকে মারধর, আমরা কি বর্বর’, ফের পুলিশের দ্বারস্থ রিয়া

Few Revelations on today.. Follows #ITWILLCONTINUETILLWEGETJUSTICE

A post shared by Ankita Lokhande (@lokhandeankita) on

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement