বিশেষ দিনে অঙ্কুশ

জন্মদিন গেল টলি-নায়ক অঙ্কুশের। ঘটনাচক্রে দিনটা আবার ভ্যালেন্টাইন্স ডে-ও। স্বভাবতই আগ্রহ তৈরি হয়েছিল বিশেষ দিনটা কী ভাবে সেলিব্রেট করছেন জনপ্রিয় নায়ক?

Advertisement
শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৬:৩০
Share:

বুধবারই জন্মদিন গেল টলি-নায়ক অঙ্কুশের। ঘটনাচক্রে দিনটা আবার ভ্যালেন্টাইন্স ডে-ও। স্বভাবতই আগ্রহ তৈরি হয়েছিল বিশেষ দিনটা কী ভাবে সেলিব্রেট করছেন জনপ্রিয় নায়ক? প্রিয় মানুষটিই বা কী উপহার দিলেন? অঙ্কুশ অবশ্য জানালেন, ‘‘গতকাল আর সেলিব্রেট করার কোনও সুযোগ পাইনি। রাতে শো ছিল। ফিরতে মাঝরাত হয়ে গিয়েছিল। ইন্ডাস্ট্রির সকলেই শুভেচ্ছা জানিয়েছেন। তবে প্রথম শুভেচ্ছাটা পেলাম বুম্বাদার থেকেই।’’ আর প্রেম দিবস প্রসঙ্গে বললেন, ‘‘ভ্যালেন্টাইন্স ডে আলাদা ভাবে সেলিব্রেট করি না। সরস্বতী পুজো কিংবা দূর্গাপুজো ছাড়া বাকি সবক’টা দিনই আমার কাছে সাধারণ। কোথাও ঘুরতে গেলে কিংবা উপহার দিতে ইচ্ছে হলে তো এমনিই দিই। তার জন্য আবার আলাদা দিনের কী প্রয়োজন? ঐন্দ্রিলার মানসিকতাও এমনই। আমরা দু’জনেই খুব প্র্যাক্টিক্যাল। তবে প্রতি বছরের মতো এ বারও জন্মদিনের সেলিব্রেশন করব ভক্তদের সঙ্গে। সারা বাংলা তো বটেই, এমনকী বাংলাদেশ থেকেও ভক্তরা আসছেন এই অনুষ্ঠানে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement