Ankush Hazra

ঐন্দ্রিলা নন, অঙ্কুশের ‘সবুজ সাথী’ অন্য কেউ!

অবাক হলেন তো? ব্যাপারটা তবে খুলেই বলা যাক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৯ ১৬:৩৩
Share:

অঙ্কুশ হাজরা।

অঙ্কুশের সাথী নাকি বদল হয়ে গিয়েছে? বা বলা ভাল, অঙ্কুশের একটি ‘সবুজ সাথী’ জুটেছে, যা ঐন্দ্রিলা নন!

Advertisement

অবাক হলেন তো? ব্যাপারটা তবে খুলেই বলা যাক। পুজোর মধ্যেই দুবাই পাড়ি দিয়েছেন ঐন্দ্রিলা-অঙ্কুশ। আর সেখানে গিয়েই সুপার হিরো ‘হাল্ক’-এর মূর্তির সঙ্গে অবিকল একই পোজ দিয়ে একটি পোস্ট করেছেন অঙ্কুশ। হাল্কেররং সবুজ, তাই ক্যাপশনে মজা করে অঙ্কুশ লিখেছেন, ‘আবার সবুজ সাথী’।

এর পরেই হাসির হিল্লোল উঠেছে অঙ্কুশের টাইমলাইন জুড়ে। ভক্তরা মজার কমেন্টে ভরিয়ে দিয়েছেন অঙ্কুশের কমেন্ট সেকশন। শুধু অঙ্কুশই নন, গার্লফ্রেন্ড ঐন্দ্রিলাকে ওই একই পোজে ‘হাল্ক’-এর স্ট্যাচুর সঙ্গে পোজ দিতে দেখা গিয়েছে। ক্যাপশনে লিখেছেন, ‘মাই গ্রিন ম্যান’। দুবাই বেড়াতে গিয়ে ‘হাল্ক’-এই মজেছেন দু’জনে।

Advertisement

দেখে নিনি অঙ্কুশের সেই মজার পোস্ট:

MY SOBUJ SATHI 🙈🙈 #growpowerfull #Hulkfactor #imgworldofadventure #dubai

A post shared by Ankush (@ankush.official) on

অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটির রসায়ন টলি পাড়ায় প্রসিদ্ধ। এক সঙ্গে খাওয়াদাওয়া থেকে শুরু করে বেড়াতে যাওয়া, সবই চলতে থাকে পুরোদমে। কখনও তাইল্যান্ড তো কখনও দুবাই। ব্যস্ত শিডিউলে একটু ফাঁক মিললেই বেরিয়ে পড়েন তাঁরা।

আরও পড়ুন- ভোগ রাঁধলেন অর্পিতা, মিমি-নুসরতরাও মাতলেন লক্ষ্মী পুজোর আনন্দে, দেখুন ফোটো অ্যালবাম

আরও পড়ুন-কার সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন ‘ত্রিনয়নী’-র সুধা?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন