হ্যাপি বার্থ ডে অনুপম

বাষট্টিতে পা রাখলেন অনুপম খের। ফেলে আসা একটা বছর তাঁর কাটল কখনও মিঠে, কখনও কড়া। রাজনীতি নিয়ে গুচ্ছের তক্কতক্কি করে যেমন মন্দও শুনেছেন, শুনেছেন ভাল কথাও।

Advertisement
শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৭ ০০:২৩
Share:

বাষট্টিতে পা রাখলেন অনুপম খের। ফেলে আসা একটা বছর তাঁর কাটল কখনও মিঠে, কখনও কড়া। রাজনীতি নিয়ে গুচ্ছের তক্কতক্কি করে যেমন মন্দও শুনেছেন, শুনেছেন ভাল কথাও। সে যা-ই হোক, বলিউডের লোকজন বলে, যত দিন যাচ্ছে, অনুপমের অভিনয় যেন আরও গভীর হচ্ছে। তবু ৯০ দশকের অনুপমকে যেন কিছুতেই ভোলার নয়। সে ‘দিলওয়ালে দুলহানিয়া’ই হোক, কী ‘কুছ কুছ হোতা হ্যায়’। অদ্ভুত একটা ‘কুল ড্যাড’ ইমেজ তাঁর। শাহরুখ খানের ‘রাজ’ মনে পড়ে? কলেজ-ফেল ছেলেকে বাবা অনুপম সান্ত্বনা দিচ্ছেন, ‘‘আরে, তোর বাবা তো ম্যাট্রিক ফেল বেটা।’’ পুরো ঠান্ডা-ঠান্ডা কুল-কুল বাবা!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement